সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে মারধরের পর ওই ছাত্রীর পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করেছে তিন বখাটে।
স্কুলছাত্রী ও তার পরিবার স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়া কেটে তাদের চলাচলের রাস্তা উন্মুক্ত করেছে।
আরও পড়ুন: লালমনিরহাটে বাংলাদেশি ২ যুবককে বিএসএফ’র মারধর
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, গত মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে দশম শ্রেণির ওই ছাত্রী অটোভ্যানে করে স্কুলে যাচ্ছিল। এ সময় কালুপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে রুবেল (১৮), দেলবার হোসেনের ছেলে নয়ন আলী (১৯) ও পলানের ছেলে নাজমুল হক (১৯) ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও অশ্নীল ভাষায় গালিগালাজ করে।
এ ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীকে পিটিয়ে আহত করা হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত তিন বখাটে পালিয়ে যায়।
ওইদিন রাতেই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই তিন বখাটে শনিবার (৯ অক্টোবর) রাতে স্কুলছাত্রীর বাড়ির চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে স্কুলছাত্রীর পরিবারকে অবরুদ্ধ করে রাখে।
আরও পড়ুন: টিকা কেন্দ্রে স্বেচ্ছাসেবককে মারধর, দুজনের এক মাসের কারাদণ্ড
খবর পেয়ে রবিবার দুপুরের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়া কেটে দিয়ে তাদের চলাচলের পথ উন্মুক্ত করে দেয়।
এ ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি। তবে তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানিয়েছেন।