মারপিট
আলমডাঙ্গায় প্রধান শিক্ষককে মারপিট করা সেই কৃষকলীগ নেত্রী গ্রেপ্তার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় সেই সাবেক কৃষকলীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে পৌর এলাকার এরশাদপুর চাতাল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেত্রী আলমডাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র সামসাদ রানু ওরফে রাঙা ভাবি।
জানা যায়, বুধবার সকালে অষ্টম থেকে দশম শ্রেণীর পর্যন্ত ছাত্রদের অর্ধ বার্ষিকী পরিক্ষা চলছিলো। একই দিন ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়ন পরিক্ষার দিন ছিল। অর্ধ বার্ষিকী পরিক্ষার জন্য সামষ্টিক মূল্যায়ন পরিক্ষা নিতে দেরি হচ্ছিলো। সে সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে অবস্থান করছিলো। এরমধ্যে সামসাদ রানুর ছেলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অর্ক ছিলো। তার গায়ে রোদ লাগার কারণে সে বিদ্যালয়ে প্রধান শিক্ষক রবিউল ইসলাম স্কুলে আসতেই কলার চেপে ধরে টানতে টানতে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের দিকে নিয়ে যায়। সেখানে কিলঘুষিসহ পায়ের স্যান্ডেল খুলে শিক্ষককে মারপিট করে।
ভুক্তভোগী শিক্ষক বাদী হয়ে বুধবার বিকাল ৫ টায় আলমডাঙ্গা থানায় মামলা করেন।
আরও পড়ুন: বসুন্ধরায় ‘কীটনাশকের বিষক্রিয়ায়’ দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১
প্রত্যক্ষদর্শী সহকারী প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন বলেন,আমি অফিসের ভেতরেই ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই স্যারকে মারধর শুরু করা হয়।
প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,যা ঘটেছে তা অত্যন্ত অপমানজনক। আমি হতবিহ্বল হয়ে পড়েছি। স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার স্যার আমাকে ডেকেছিলেন। তার সঙ্গে পরামর্শ করে আইনগত ভাবে বিকালে থানায় মামলা করেছি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, শিক্ষকের দায়ের করা মামলায় সামসাদ রানুকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় আগামিকাল (বৃহস্পতিবার) কোর্টের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
আরও পড়ুন: নাটোরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
রাজশাহীতে ২ কোটি টাকার হেরোইন জব্দ, নারী গ্রেপ্তার
১ বছর আগে
শ্বশুর বাড়ি যাওয়ার পথে মারপিটে যুবক নিহত
কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নে ঈদের নামাজ শেষে শ্বশুর বাড়ি যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে এক যুবক খুন হয়েছে।
শনিবার বিকালে উপজেলার রায়টুটি ইউনিয়নের গোয়ারা গ্রামে এই নিহতের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. ইব্রাহিম (২২)।
আরও পড়ুন: চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত ইব্রাহিম স্ত্রী সন্তান নিয়ে পার্শ্ববর্তী গ্রামে শ্বশুর বাড়ি যাওয়ার পথে ধনু তালুকদার গ্রুপের লোকজন পূর্ব শত্রুতার জের ধরে তাকে মারপিট করে।
এসময়, স্থানীয় লোকজনের সহায়তায় ইব্রাহিম আহত অবস্থায় শ্বশুর বাড়ি চলে যান।
পরে, নিজ বাড়িতে ফেরার পথে গোয়ারা বড়হাটি মসজিদের সামনে এলে আবারও ইব্রাহিম মিয়াকে এলোপাথারী মারপিট করে ওই গ্রুপটি।
এতে একই গ্রামের ধনু তালুকদার গ্রুপ ও তোফায়েল গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. ইব্রাহিম মিয়াসহ কয়েকজন আহত হন।
আহত ইব্রাহিমকে গুরুতর অবস্থায় নিকটবর্তী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বেলা সাড়ে ১২টায় চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কবির বিশ্বাস জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ স্বাভাবিক করে।
অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৬ কৃষক নিহত
খুলনায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
১ বছর আগে
আদালতে যাওয়ার পথে আসামির মারপিটে সাক্ষী নিহত, আটক ৫
বগুড়ার ধুনট উপজেলায় আদালতে সাক্ষী দিতে যাওয়ার পথে মামলার আসামিদের মারপিটে একজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কোদলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক(৬৫) বগুড়া ধুনট উপজেলার কোদলাপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
আরও পড়ুন: হাজিগঞ্জে বিএনপির ১০ নেতা-কর্মী আটক
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কোদলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষের কাছ থেকে মুষ্ঠির এক মন চাল বাকিতে কিনে নেন আব্দুস সাত্তার। কিন্তু টাকা দিতে তালবাহানা করায় গত ৩ নভেম্বর তার সঙ্গে কোষাধ্যক্ষ মোজাম্মেল হকের মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুস সাত্তার বাদি হয়ে কোষাধ্যক্ষ মোজাম্মেল হক ও তার ছেলে ফজলুল হকসহ সাতজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার সাক্ষী ছিলেন নিহত আব্দুল খালেক।
মামলার বাদী আব্দুস ছাত্তার ও তার ভাই সাক্ষী আব্দুল খালেক মঙ্গলবার সকালে আদালতের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে আসামিদের বাড়ির পাশের রাস্তায় পৌঁছলে তাদের ওপর হামলা চালায় মামলার ১ নম্বর আসামি ফজলুল হক ও তার লোকজন। এতে আহত হন আব্দুস সাত্তার ও আব্দুল খালেক। পরে আব্দুল খালেককে অচেতন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত আব্দুল খালেকের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। সন্ধ্যার পর লাশ দাফন করা হয়।
আরও পড়ুন: ফুলবাড়ীতে সাংবাদিক পরিচয়ে প্রতারণা, আটক ৩
চট্টগ্রামে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক
১ বছর আগে
ঠাকুরগাঁওয়ে বাবাকে মারপিটের অভিযোগে ছেলের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৪৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সদর উপজেলার দক্ষিণ ঠাকুরগাঁও মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আজিজুর রহমান মিঠুন ওই গ্রামের খৈয়বুর রহমানের ছেলে।
আরও পড়ুন: ঝিনাইদহ: অস্ত্র মামলায় জামায়াত নেতার ১৭ বছরের কারাদণ্ড
জানা যায়, আজিজুর রহমান মিঠুন তার বাবার কাছে এক হাজার টাকা চায়। ছেলের দাবি পূরণে অপারগতা প্রকাশ করে খৈয়বুর।
এতে মাদকাসক্ত ছেলে ক্ষিপ্ত হয়ে তার বাবাকে লোহার রড দিয়ে আঘাত করে। এতে বাবার হাত ভেঙে যায়।
এ সময় স্থানীয় লোকজন মিঠুনকে আটক করে পুলিশ কে খবর দেয়।
পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান গিয়ে ঘটনার সত্যতা পায় এবং বাবাকে পিটিয়ে জখম করার অপরাধে মিঠুনকে ৪৫ দিন বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় চাচাকে পিটিয়ে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড
দুর্নীতি মামলায় বরখাস্ত ডিআইজি বজলুর রশীদের পাঁচ বছরের কারাদণ্ড
২ বছর আগে
উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে মারপিট, পরিবারকে অবরুদ্ধ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে মারধরের পর ওই ছাত্রীর পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করেছে তিন বখাটে।
স্কুলছাত্রী ও তার পরিবার স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়া কেটে তাদের চলাচলের রাস্তা উন্মুক্ত করেছে।
আরও পড়ুন: লালমনিরহাটে বাংলাদেশি ২ যুবককে বিএসএফ’র মারধর
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, গত মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে দশম শ্রেণির ওই ছাত্রী অটোভ্যানে করে স্কুলে যাচ্ছিল। এ সময় কালুপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে রুবেল (১৮), দেলবার হোসেনের ছেলে নয়ন আলী (১৯) ও পলানের ছেলে নাজমুল হক (১৯) ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও অশ্নীল ভাষায় গালিগালাজ করে।
এ ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীকে পিটিয়ে আহত করা হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত তিন বখাটে পালিয়ে যায়।
ওইদিন রাতেই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই তিন বখাটে শনিবার (৯ অক্টোবর) রাতে স্কুলছাত্রীর বাড়ির চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে স্কুলছাত্রীর পরিবারকে অবরুদ্ধ করে রাখে।
আরও পড়ুন: টিকা কেন্দ্রে স্বেচ্ছাসেবককে মারধর, দুজনের এক মাসের কারাদণ্ড
খবর পেয়ে রবিবার দুপুরের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়া কেটে দিয়ে তাদের চলাচলের পথ উন্মুক্ত করে দেয়।
এ ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি। তবে তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানিয়েছেন।
৩ বছর আগে
ঠাকুরগাঁওয়ে ত্রাণ চাওয়ায় বৃদ্ধকে পেটালেন ইউপি সদস্য
ঠাকুরগাঁওয়ে ত্রাণ চাওয়ায় ইসলামউদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে ইউপি সদস্য বেদম পিঠিয়েছেন।
বুধবার রাত ৯ টার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ নম্বর রুহিয়া পশ্চিম ইউনিয়নে ইউপি ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, রুহিয়া ৬ নম্বার ওয়ার্ডের বাসিন্দা ইসলামউদ্দিন ইউপি ভবনের সামনে এক দোকানে লোকজনের সামনে বলছিলেন, 'আমি একজন গরীব মানুষ অথচ সরকারি কোন সাহায্য পাইনা। একটা বয়স্ক ভাতার কার্ডও পেলাম না। সরকার তো অনেক কিছুই দিচ্ছে। আর মেম্বারের কাছে গিয়ে ত্রাণ চাইলে তিনি বলেন কিছুই আসেনি।'
এ কথা শুনে গ্রাম পুলিশ বলাই চন্দ্র মুঠোফোনে ইউপি সদস্য বিশ্বনাথকে এসব কথা জানান। ইউপি সদস্য বিশ্বনাথ একথা শুনে ঘটনাস্থলে এসে বৃদ্ধ ইসলামউদ্দিনকে বেধরক মারধর করেন। এক পর্যায়ে বৃদ্ধ ইসলামউদ্দিন মাটিতে পড়ে গেলে তার ছেলে মোস্তফা এগিয়ে আসলে চৌকিদার ও মেম্বারের লোকজন তাকেও মারধর করে।
এ ব্যাপারে ইউপি সদস্য বিশ্বনাথ বলেন, 'গ্রাম পুলিশ আমাকে ফোনে জানায় ইসলামউদ্দিন আমাকে ও চেয়ারম্যানকে গালিগালাজ করছে। আমি চেয়ারম্যানকে বিষয়টা জানালে তিনি আমাকে ওই বৃদ্ধকে ২/৪টা চড় থাপ্পড় দিতে বলেন।'
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মারধরে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
অন্যদিকে ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন জানান, 'বৃদ্ধকে মারপিটের ব্যাপারে আমি কিছুই জানিনা।'
রুহিয়া থানার ওসি চিত্য রঞ্জন রায় বলেন, 'ইউপি সদস্য এক বৃদ্ধকে মারধর করেছেন এটা শুনেছি। স্থানীয়ভাবে বসে মিমাংসার কথা রয়েছে।'
৩ বছর আগে
চুরির অপবাদ দিয়ে গাইবান্ধায় কৃষককে পিটিয়ে হত্যা
গাইবান্ধা জেলার সাঘাটায় চুরির অপবাদে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
৩ বছর আগে