কুড়িগ্রামের উলিপুরে সংসদ সদস্যের নামে নকল (অবৈধ) সিল তৈরির অভিযোগে কুড়িগ্রাম-৩ আসনের এমপির ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান বাদী হয়ে এক ইউপি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দুর্নীতির মামলায় জাতীয় পার্টির সাবেক এমপি কাদের খানের ৪ বছরের কারাদণ্ড
থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল পৌর শহরের ভাঙা মার্কেট এলাকায় তহুরা কম্পিউটারের দোকানে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে গবার নামে অনুমতি ছাড়া নকল সিল তৈরি করছিলেন। সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান গোপনে খবর পেয়ে বিষয়টি এমপিকে জানালে তিনি তার নামে সিল তৈরির বিষয়ে জানেন না বলে জানান।
বিষয়টি মৌখিকভাবে থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নকল সিল তৈরির প্রস্তুতি শেষ করার সময় দোকানি আব্দুর রশিদকে আটক করে থানায় নিয়ে আসেন। ৩ এপ্রিল থানা পুলিশ আটক রশিদকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করেন। পরদিন তিনি জামিনে বেরিয়ে আসেন।
এদিকে ঘটনার চারদিন পর শনিবার রাতে এমপির ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ইউপি সদস্যসহ দুইজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
এদিকে মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, এমপির নামে জাল সিল বানানোর ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ৫ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, থানায় অপহরণ মামলা