ইউপি সদস্য
আবাসিক হোটেলে ‘গোপন বৈঠকের’ অভিযোগে ১৯ ইউপি সদস্য আটক
কক্সবাজার শহরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ‘গোপন বৈঠকের’ অভিযোগে ১৯ জন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের কলাতলী ইউনি রিসোর্টের পঞ্চম তলার হল রুম থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জহির আহমেদ বলেন, ‘জেলার ৯টি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভা চলছিল। আমরা প্রায় ৭০ জনের মতো ইউপি সদস্য উপস্থিত ছিলাম। সেখানে দেশের ক্রান্তিকালে কীভাবে কাজ করা যায়, সেটি নিয়ে আলোচনা হচ্ছিল। পুলিশ ও সমন্বয়করা ঢুকে আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে আটক করে। আমাদের যদি গোপন বৈঠক থাকতো তাহলে সড়কের পাশে হোটেলে এতবড় অনুষ্ঠান হতো না। আমাদের হয়রানি করা হচ্ছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে পর্যটন কেন্দ্রে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১
পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়া মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিম বলেন, ‘আজ আমাদের মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ছিল। সেখানে সব রাজনৈতিক দলের মানুষও ছিলেন। কিন্তু এভাবে আমাদের ভাইদের আটক করার তীব্র নিন্দা জানাই।’
এদিকে পুলিশ হোটেল ঘেরাও করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একারণে হোটেলের পর্যটদের কাউকে কাউকে হোটেল ছেড়ে চলে যেতে দেখা গেছে।
ইউনি রিসোর্টে ৫০৫ নম্বর কক্ষের পর্যটক মিরাজ বলেন, ‘আমি আমার পরিবারকে নিয়ে এই হোটেলে উঠেছিলাম। হঠাৎ পুলিশ হোটেল ঘেরাও করে। কিছুক্ষণ পর কেয়কজন ছাত্র পরিচয় দিয়ে হোটেলে ডুকে পড়েন। আমরা নিজেদের নিরাপদ মনে করছি না। তাই চলে যাচ্ছি।‘
এদিকে অভিযানের নিউজ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ভিডিও ফুটেজ নিতে বাধা দেন সমন্বয়ক পরিচয়ধারীরা। এক পর্যায়ে সাংবাদিকদের উপর হামলাও করেন তারা।
দৈনিক বাংলার জেলা প্রতিনিধি আশরাফ বিন ইউছুফ বলেন, হোটেলে পুলিশের অভিযান চলছে এমন খবরে আমরা নিউজ সংগ্রহ করতে আসি। আমরা ছবি তুলতে গেলে আমাদের বাধা দেওয়া হয়। ভিডিও ধারণ করতে গেলে দালাল বলে গালিগালাজ করেন এক যুবক। তিনি নিজেকে সমন্বয়ক পরিচয় দেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা ইউনি রিসোর্টে গোপন বৈঠক করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এখানে অনেক ইউপি সদস্য আছেন। যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের আটক করা হবে এবং যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশের অভিযানে অর্ধশত কথিত সমন্বয়ক কেন- এমন প্রশ্নের জবাব দেননি পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: পটুয়াখালীতে যৌথবাহিনীর অভিযানে পিস্তল-গুলি জব্দ, আটক ১
১ সপ্তাহ আগে
সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় শ্রীমঙ্গলের এক ইউপি সদস্য গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ইউপি সদস্য পিয়াস দাস গ্রেপ্তার হয়েছেন।
তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে থানা পুলিশের হাতে বুঝিয়ে দেয়।গ্রেপ্তার পিয়াস (৩৪) সদর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ গ্রামের পিযূষ দাসের ছেলে পিয়াস ভারতে যাওয়ার জন্য বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে আসেন।
শ্রীঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের রিকুইজিশন মূলে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় করা মামলায় তিনি ১ নম্বর আসামি।
আরও পড়ুন: সাবেক এমপি শেখ আফিলসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, আটক ৫
৩ সপ্তাহ আগে
যশোরে ইউপি সদস্যের ঘরে অগ্নিসংযোগ, শিশুসহ দগ্ধ ৪
যশোরের ঝিকরগাছা উপজেলার ১ নম্বর গঙ্গানন্দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্য ও তার পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।
আরও পড়ুন: রূপগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ
দগ্ধ তিনজনের শরীরের দুই-তৃতীয়াংশ পুড়ে গেছে। দগ্ধরা হলেন- ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন (৪০), তার স্ত্রী মুক্তা বেগম (৩৫), ছেলে মেহেমিদ খাঁন (৪) এবং ভাই ওবায়দুল খাঁন (৩৫)।
স্থানীয়রা জানায়, ইউপি সদস্য তালিমুল স্ত্রী ও সন্তানের সঙ্গে রাতে ঘরেই ঘুমিয়ে ছিলেন। তখন কে বা কারা ঘরের বাইরের থেকে দরজা আটকিয়ে জানালা দিয়ে ঘরের ভেতর আগুন ধরিয়ে দেয়। তাদের উদ্ধার করতে গেলে তালিমুলের ভাই ওবায়দুলও দগ্ধ হন। পরে ঘরের দরজা ভেঙে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে। এতে ওই পরিবারের সবাই দগ্ধ হন।
গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শুক্রবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘আমিসহ আমার টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা হয়েছে।’
আরও পড়ুন: ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, দগ্ধ ১০
মেঘনা টোল প্লাজায় মাইক্রোবাসে অগ্নিকাণ্ডে ৫ যাত্রী দগ্ধ
৩ মাস আগে
এমপির নামে নকল সিল, ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামের উলিপুরে সংসদ সদস্যের নামে নকল (অবৈধ) সিল তৈরির অভিযোগে কুড়িগ্রাম-৩ আসনের এমপির ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান বাদী হয়ে এক ইউপি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দুর্নীতির মামলায় জাতীয় পার্টির সাবেক এমপি কাদের খানের ৪ বছরের কারাদণ্ড
থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল পৌর শহরের ভাঙা মার্কেট এলাকায় তহুরা কম্পিউটারের দোকানে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে গবার নামে অনুমতি ছাড়া নকল সিল তৈরি করছিলেন। সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান গোপনে খবর পেয়ে বিষয়টি এমপিকে জানালে তিনি তার নামে সিল তৈরির বিষয়ে জানেন না বলে জানান।
বিষয়টি মৌখিকভাবে থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নকল সিল তৈরির প্রস্তুতি শেষ করার সময় দোকানি আব্দুর রশিদকে আটক করে থানায় নিয়ে আসেন। ৩ এপ্রিল থানা পুলিশ আটক রশিদকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করেন। পরদিন তিনি জামিনে বেরিয়ে আসেন।
এদিকে ঘটনার চারদিন পর শনিবার রাতে এমপির ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ইউপি সদস্যসহ দুইজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
এদিকে মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, এমপির নামে জাল সিল বানানোর ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ৫ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, থানায় অপহরণ মামলা
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ডাকাতির মামলায় গ্রেপ্তার ১২
৭ মাস আগে
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত, যুবলীগ নেতা আহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের সঙ্গে কাঠবোঝাই চাঁদের গাড়ির (জিপ) মুখোমুখি সংঘর্ষে মো. হেলাল উদ্দিন (৩৮) নামে এক ইউনিয়ন পরিষদের সদস্য নিহত এবং এক যুবলীগ নেতা আহত হয়েছেন।
সোমবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলার পদুয়া ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ড বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হেলাল উদ্দিন বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওই এলাকার করিম উল্লাহর ছেলে।
অন্যদিকে আহত মো. নুরুন্নবী (৪০) রাঙ্গুনিয়ার পদুয়া নাপিত পুকুরিয়া ব্রিজঘাটা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, পদুয়ার বটতল এলাকায় মোটরসাইকেলের সঙ্গে কাঠ বোঝাই চাঁদের গাড়ির (জিপ) মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেল থাকা দুইজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ইউপি সদস্য হেলালকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নুরুন্নবীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের কাছে হেলালের লাশ হস্তান্তর করা হয়েছে। জিপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১১
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে
গাইবান্ধায় ছুরিকাঘাতে ইউপি সদস্য খুনের অভিযোগ
গাইবান্ধার পলাশবাড়ীতে যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে বাদশা মিয়া নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে খুনের অভিযোগ পাওয়া গেছে। এ সময় স্বপন ও সবুজ নামে দুই সহোদর আহত হয়েছেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে নিজ বাড়ির সামনের রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাইবান্ধায় জালে উঠে এলো মানব ভ্রূণ
নিহত বাদশা মিয়া (৫০) বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ড সদস্য।
স্থানীয়রা জানান, এলাকায় রাতে ছিঁচকে চুরি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় কয়েকজন যুবককে প্রহরী নিয়োগ করা হয়। ওই প্রহরীরা এলাকায় ঘোষণা করেন, বিনা প্রয়োজনে রাত ১০টার পর বাড়ির বাইরে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। রাত ১২টার দিকে একই গ্রামের মোসলেম আকন্দ ভোলার ছেলে পাপুল আকন্দের পথরোধ করেন প্রহরী খায়রুল।
এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে যান ওয়ার্ড সদস্য বাদশাসহ অন্যান্যরা।
উভয়পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে পাপুল তার হাতে থাকা ছুরি দিয়ে বাদশা মিয়াসহ পাশের লোকজনকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে বাদশাসহ প্রতিবেশি দুই সহোদর গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দীবাকর অধিকারী জানান, অভিযুক্ত পাপুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও পড়ুন: গাইবান্ধায় বউ-শাশুড়ি মেলা!
গাইবান্ধায় গাড়ির ওয়ার্কশপ থেকে ‘মানসিক প্রতিবন্ধী’ যুবকের লাশ উদ্ধার
১ বছর আগে
ফরিদপুরে সাপের কামড়ে নারী ইউপি সদস্যের মৃত্যু
ফরিদপুরের সাপের কামড়ে এক নারী ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জুলাই) সকাল ৯টা দিকে সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃত কানন সিকদার (৩৫) চর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের একজন সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং বিষ্ণুপুর গ্রামের শান্ত চৌধুরীর স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের মা।
আরও পড়ুন: মাগুরায় সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
স্থানীয়রা জানান, কাকন বিকালে বাড়ির সামনে থেকে কেটে রাখা কাঠ বের করার সময় সাপের ছোবলে তিনি অসুস্থ হন। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, সাপে কাটা এক নারীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ওই নারীকে এই হাসপাতাল আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, কাকন শিকদার ১, ২, ৩ সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য ছিলেন।
তিনি আরও বলেন, সাপের কামড়ে ইউপি সদস্যের এ মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যু
সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
১ বছর আগে
জামালপুরে সাবেক ইউপি সদস্য খুন
জামালপুরে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন।
শনিবার (২২ জুলাই) রাত ১১টার দিকে মাদারগঞ্জ উপজেলার ফুলজোর গ্রামে স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ঝিকরগাছায় ২৪০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন!
সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম (৫০) মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তার বাড়ি মাদারগঞ্জ উপজেলার ফুলজোর গ্রাম।
জানা যায়, শনিবার রাতে ওই গ্রামের জহুরুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পরে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বজল কুমার সরকারের নেতৃত্বে মাদারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্বজল কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, লাশ বর্তমানে মাদারগঞ্জ থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য দ্রুতই জহুরুল ইসলামের লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছোট ভাইয়ের বিরুদ্ধে ছুরিকাঘাতে বড় ভাই খুনের অভিযোগ
চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
১ বছর আগে
সাতক্ষীরা সীমান্তে হেরোইন ও এলএসডি জব্দ, সাবেক ইউপি সদস্য আটক
সাতক্ষীরার কলারোয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি) অভিযানে চালিয়ে এক কেজি হেরোইন ও চার বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) জব্দ করেছে। এসময় এক সাবেক ইউপি সদস্যকে আটকের দাবি করেছে বিজিবি।
সোমবার (৫ জুন) দিবাগত রাতে উপজেলার মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় বিএনপি-যুবদলের ২১ নেতাকর্মী গ্রেপ্তার
আটক মো. হাসানুজ্জামান (৪০) কলারোয়া উপজেলার সোনা বাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের কিসমত আলীর ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত দিয়ে এলএসডির একটি বড় চালান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এরপর বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়।
এসময় মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে চার বোতল এলএসডি মাদক ও এক কেজি হেরোইনসহ হাসানুজ্জামানকে আটক করে তারা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, দুবাইফেরত যুবক আটক
নাটোরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ২ কলেজছাত্র আটক
১ বছর আগে
ইউপি সদস্যের ছেলের গায়ে ইজিবাইকের ঘষা, ‘থাপ্পড় দিয়ে’ চালককে হত্যা!
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শরীরে ইজিবাইকের ঘষা লাগায় ‘এক থাপ্পড়’ মেরে চালককে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে। রবিবার সকালে উপজেলার সরিষা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া (১৯) সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের আবু সাঈদের ছেলে। তিনি ব্যাটারিচালিত ইজিবাইক চালাতেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রধান শিক্ষককে আওয়ামী লীগ নেতার চড়-থাপ্পড়!
অভিযুক্ত ময়নাল মিয়া উপজেলার নিজসরিষা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবুল হাসেমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার বেলা ১১ টার দিকে সরিষা ইউনিয়ন পরিষদ এলাকায় সোহেলের যাত্রীবাহী ইজিবাইকটির সঙ্গে স্থানীয় নিজসরিষা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবুল হাসেমের ছেলে ময়নাল মিয়ার শরীরে ঘষা লাগে। শরীরে সামান্য ঘষা লাগায় ইজিবাইক চালক সোহেলকে থামিয়ে থাপ্পর দিলে এতে জ্ঞান হরিয়ে ফেলে সোহেল। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ইজিবাইকের ঘষা লাগায় থাপ্পর দিলে মৃত্যু হয় ইজিবাইক চালকের।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা ও থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ভাড়া নিয়ে তর্ক: ভ্যানচালকের থাপ্পড়ে বৃদ্ধ যাত্রীর মৃত্যু
লালমনিরহাটে যুবকের থাপ্পড়ে বৃদ্ধের মৃত্যু
১ বছর আগে