শনিবার দিবাগত রাতে থানার রাউতখাই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কামাল মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক আবু বকর শাকিল ওরফে নাজমুল শাকিল চাঁদপুর সদর উপজেলার আমজদ আলী (দাসপাড়া) এলাকার আবুল হোসাইন ঢালীর ছেলে।
রবিবার সিলেটের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আনিসুর রহমান জানান, থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল নিজেকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ৩৭তম বিসিএস এ উত্তীর্ণ পুলিশ ক্যাডার বলে পরিচয় দেন। পরবর্তীতে কথাবার্তার এক পর্যায়ে তার প্রদানকৃত বক্তব্যে অসঙ্গতি পরিলক্ষিত হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। ধারাবাহিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা নয় মর্মে স্বীকার করেন।
আটক নাজমুলের কাছ থেকে বাংলাদেশ পুলিশের লোগো সম্বলিত একটি ওয়ালেট, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১ জোড়া হাতের বালা, নগদ টাকা, বিভিন্ন মোবাইল কোম্পানির ৪টি সিম, প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল, ১টি ৮জিবি মেমোরিকার্ড, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়।