কক্সবাজার জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ও ইউনাইটেড ন্যাশনস সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ডের (ইউএনসিইআরএফ) সহযোগীতায় এ কেন্দ্রটি স্থাপন করল তারা।
সোমবার এ কেন্দ্রটির উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এসময় কক্সবাজারে আইওএম-বাংলাদেশ মিশনের উপ-প্রধান ম্যানুয়েল পেরেইরাসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধাদের যারা এখনো বেঁচে আছেন তারা প্রায়ই বার্ধক্যজনিত রোগ ও জটিলতায় ভুগছেন। যাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি যথাযথ স্বাস্থ্যসেবার সুবিধা প্রয়োজন।
কক্সবাজার জেলা প্রশাসনের হিসেব মতে কক্সবাজারে ৩৬৫ মুক্তিযোদ্ধা যাদের অধিকাংশেরই বয়স ৬৫ বছরর বেশি।
কক্সবাজারে মুক্তিযোদ্ধাদের জন্য আইওএম-এর স্বাস্থ্য সেবা কেন্দ্রটি শহরের মোটেল রোডে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের নিচতলায় স্থাপন করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ স্বাস্থ্য সেবা কেন্দ্রটির জন্য জায়গা বরাদ্দ দিয়েছে যেখানে আইওএমের স্বাস্থ্য এবং ট্রানজিশন অ্যান্ড রিকভারি ডিভিশন যৌথভাবে বরাদ্দকৃত জায়গাটিকে স্বাস্থ্য সেবা কেন্দ্রে রূপান্তর করেছে।
সদ্য স্বাস্থ্য সেবা কেন্দ্রটিতে স্বাস্থ্য পরীক্ষা, সাধারণ রোগের জন্য নিরাময়মূলক চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, কক্সবাজার সদর হাসপাতালে রোগ নির্ণয় পরীক্ষা (আইওএমের স্বাস্থ্য রেফারেল দলের সহায়তায়) এবং জীবনধারা ও স্বাস্থ্য শিক্ষামূলক সেবা পাওয়া যাবে।
প্রবীণ মুক্তিযোদ্ধারা ও তাদের পরিবারের সদস্যরা এই স্বাস্থ্য সেবা কেন্দ্রটিতে সপ্তাহে দু'দিন (শনি ও সোমবার) স্বাস্থ্য পরামর্শ ও সেবা পাবেন। যদিও প্রয়োজনের উপর ভিত্তি করে পরবর্তীতে এ সেবার সময় বাড়ানো হতে পারে।
জেলা প্রশাসন কর্তৃপক্ষ প্রাপ্য উপকারভোগীদের শনাক্ত এবং যাচাই করার পর আইওএম তালিকাভুক্ত করবে। ডাটা গোপনীয়তার নির্দেশনা মেনে সুবিধাভোগীরা আইওএমের স্বাস্থ্য বিভাগ দ্বারা পরিচালিত একটি কেন্দ্রীয় ডাটাবেসে নিবন্ধিত হবেন এবং তাদেরকে আইডি কার্ড দেয়া হবে যা দিয়ে তারা বিভিন্ন স্বাস্থ্যসেবাগুলো নিতে পারবেন।