বাংলাদেশ মিশন
আগরতলায় বাংলাদেশ মিশনের ভিসা-কনস্যুলার সেবা স্থগিত
ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সহকারী হাইকমিশন কার্যালয়ের প্রথম সচিব মো. আল আমিনের সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
আরও পড়ুন: ভারতে বাংলাদেশ মিশনে হামলা: গ্রেপ্তার ৭, বরখাস্ত ৩ পুলিশ সদস্য
সোমবার (২ ডিসেম্বর) ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননা নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা দেখা দিলে এই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আগরতলা হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের একটি বড় দল 'সহিংস বিক্ষোভ ও হামলায়' 'গভীরভাবে ক্ষোভ' প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
আরও পড়ুন: ভারত সত্যিকার অর্থে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল-গঠনমূলক সম্পর্ক চায়: ভার্মা
২ সপ্তাহ আগে
ভারতে বাংলাদেশ মিশনে হামলা: গ্রেপ্তার ৭, বরখাস্ত ৩ পুলিশ সদস্য
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে বিক্ষোভ ও হামলার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার কে জানিয়েছেন, তিন উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ 'ক্লোজড' করা হয়েছে।
তিনি বলেন, ‘এই ঘটনায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি) থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আগরতলা হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের একটি বড় দলের 'সহিংস বিক্ষোভ ও হামলায়' 'গভীর ক্ষোভ' প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের কূটনৈতিক মিশনে এই 'জঘন্য হামলা' এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ২৮ নভেম্বরে কলকাতায় অনুরূপ সহিংস বিক্ষোভের মতই ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আগরতলার এই বিশেষ কাজটি কূটনৈতিক মিশনের আইনের লঙ্ঘন। একইভাবে কূটনৈতিক সম্পর্ক সম্পর্কিত ভিয়েনা কনভেনশন, ১৯৬১- এর লঙ্ঘন করা হয়েছে।’
আরও পড়ুন:ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
ভারত সরকার পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, তারা নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশে তাদের উপসহকারী হাইকমিশনগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পদক্ষেপ নিচ্ছে।
যেহেতু কূটনৈতিক মিশনগুলোকে যেকোনো ধরণের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা স্বাগতিক সরকারের দায়িত্ব, তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে এই ঘটনার সমাধানের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: জনগণকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান তারেক রহমানের
কূটনীতিক এবং অ-কূটনৈতিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষা ও নিরাপত্তাসহ ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে আর কোনো সহিংসতা যাতে না ঘটে সে জন্য পদক্ষেপ চেয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে বিক্ষোভকারীদের প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হয়েছে বলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
সম্প্রতি রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।
গত ২৭ নভেম্বর চট্টগ্রামে ইসকন সমর্থকদের বিক্ষোভের মধ্যে সংঘর্ষের সময় নিহত হন সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩২)।
আরও পড়ুন: ভারত সত্যিকার অর্থে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল-গঠনমূলক সম্পর্ক চায়: ভার্মা
২ সপ্তাহ আগে
চলতি মাস বা আগামী মাসের প্রথম দিকে সুদানে বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার প্রত্যাশা মিশন প্রধানের
সুদানে বাংলাদেশ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স তারেক আহমেদ বলেছেন, যে এলাকায় বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ হাউস অবস্থিত সেখানে নিরাপত্তা ও সুরক্ষা পরিস্থিতি এখনও অস্থিতিশীল।
বুধবার তিনি ইউএনবিকে বলেন, ‘আমাদের কর্মীরা এখন পর্যন্ত দূতাবাস প্রাঙ্গণে প্রবেশ করতে পারেনি।’
বাংলাদেশ মিশনের প্রধান বলেন যে তারা সুদানে প্রবাসী বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে।
তিনি আরও বলেন, ‘যদিও কিছুই চূড়ান্ত নয়, আমরা আশা করছি যে এই মাসের মধ্যে বা আগামী মাসের প্রথম দিকে সম্পন্ন হবে। এখনই সরিয়ে নিতে আগ্রহী আমাদের এমন প্রবাসীদের তথ্য সংগ্রহ করছি।’
এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, পশ্চিমা দেশগুলো তাদের দূতাবাস সরিয়ে নিলেও ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের দূতাবাস এখনও চালু রয়েছে।
খার্তুমে পরিস্থিতি অপ্রত্যাশিত রয়ে গেছে, যদিও তারা কয়েকটি অঞ্চলে কিছুটা উন্নতির কিছু তথ্য পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা, সমস্ত কর্মকর্তা এবং তাদের পরিবার, রাজধানীর বাইরে একটি নিরাপদ স্থানে আছি।’
আরও পড়ুন: কেন সুদানের সংঘাত বাকি বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ?
সুদানে অবস্থানরত বাংলাদেশিদের অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে: শাহরিয়ার
১ বছর আগে
আগামী বছর ঢাকায় দূতাবাস খুলতে পারে আর্জেন্টিনা: বাংলাদেশ মিশন
ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আর্জেন্টিনা ২০২৩ সালে বাংলাদেশের ঢাকায় দূতাবাস খুলতে পারে।
আর্জেন্টিনার জন্য বাংলাদেশের একজন রাষ্ট্রদূত আছে। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা ব্রাজিলে থেকে তার কার্যক্রম পরিচালনা করেন।
ব্রাজিলে অবস্থিত বাংলাদেশ মিশন জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ স্বাক্ষরিত একটি চিঠি রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসার কাছে হস্তান্তর করা হয়েছে। যেখানে বলা হয়, ২০২৩ সালে ঢাকায় একটি আর্জেন্টিনা দূতাবাস খোলার মাধ্যমে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা হবে।
আরও পড়ুন: জাতিসংঘে বাংলাদেশ মিশন পরিদর্শনে ইউএস আর্মি ওয়ার কলেজ প্রতিনিধিদল
২০ ডিসেম্বর আর্জেন্টিনার প্রেসিডেন্ট সম্প্রতি কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি তাদের আবেগপূর্ণ সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।
পুরো বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনা দলটির জন্য এবং ফাইনালে তাদের জয়ের পর বাংলাদেশের বিপুল সংখ্যক জনগণের আন্তরিক সমর্থন ও উদযাপন দেশটির প্রেসিডেন্টকে অভিভূত করে।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট তার চিঠিতে জানান, ‘খেলাধুলা মানুষের মধ্যে বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধির একটি অর্থবহ ও শক্তিশালী মাধ্যম।’
ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম সয়াবিন উৎপাদনকারী দেশ থেকে সয়াবিন তেল আমদানির সুযোগ তৈরি করবে।
আরও পড়ুন: ইউএস আর্মি ওয়ার কলেজ প্রতিনিধিদলের বাংলাদেশ মিশন পরিদর্শন
কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে গুলি, পুলিশসহ নিহত ২
২ বছর আগে
কক্সবাজারে মুক্তিযোদ্ধাদের জন্য স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করল আইওএম
বিজয়ের মাসে কক্সবাজারের মুক্তিযোদ্ধাদের জন্য একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করল আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
৪ বছর আগে
বাংলাদেশি দূতাবাসে হাসিমুখে সেবা দেয়ার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর
বাংলদেশের সব বৈদেশিক দূতাবাসে হাসিমুখে সেবা দিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
৪ বছর আগে
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: দোষীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি
লিবিয়ায় গুলি করে হত্যা করা ২৬ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে এবং পুরো ঘটনার তদন্তসহ এর সাথে জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণ আদায়ের জন্য আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) ও লিবিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস।
৪ বছর আগে
জেদ্দা মিশনে বাংলাদেশের শ্রম কাউন্সিলর করোনায় আক্রান্ত
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ মিশনের এক শ্রম কাউন্সিলর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনিবার জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪ বছর আগে
বিদেশের মিশনে মুজিববর্ষ পালন করতে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা
বিদেশের বাংলাদেশ মিশনগুলোকে সংশ্লিষ্ট দেশের সরকার, সুশীল সমাজ ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মুজিববর্ষ পালন করার নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
৪ বছর আগে
জাতিসংঘে বাংলাদেশ মিশন পরিদর্শনে ইউএস আর্মি ওয়ার কলেজ প্রতিনিধিদল
নিউইয়র্ক, ২৬ অক্টোবর (ইউএনবি)- অধ্যাপক জন টিসনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আর্মি ওয়ার কলেজের ২১ সদস্যের একটি প্রতিনিধিদল জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন পরিদর্শন করেছে।
৫ বছর আগে