পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, শুক্রবার স্প্যানটি পিলার দুটির কাছে নিয়ে যাওয়া হয়েছে। দেশি-বিদেশি প্রকৌশলীদের সহায়তায় শনিবার ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে পিলারের ওপর বসিয়ে দেয়া হবে।
তিনি আরও জানান, এপ্রিল মাসের মাঝামাঝি আরও দুটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। এ নিয়ে প্রস্তুতিও চলছে।
এর আগে গত ১০ মার্চ সেতুর ২৬তম স্প্যান বসানো হয়। শনিবার ২৭তম স্প্যানটি বসে গেলে সেতুতে আর মাত্র ১৪টি স্প্যান বসানো বাকি থাকবে।
একটি সূত্র জানায়, করোনাভাইরাস আতঙ্কের কারণে পদ্মা সেতু প্রকল্পের দেশীয় শ্রমিকদের অধিকাংশই এখন ছুটিতে রয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন প্রকৌশলীও আছেন।
এখন দেশীয় শ্রমিকরা আগে জোড়া লাগানো স্প্যানে রঙ করার কাজ করছেন। পাঁচটি স্প্যান প্রস্তুত আছে। এর মধ্যে দুটিতে রঙ করার কাজ চলছে। এ ছাড়া আগামী ২০ এপ্রিল চীনে প্রস্তুত সর্বশেষ স্প্যান দুটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবে।