তারা হলেন সদর দক্ষিণ উপজেলার বারাপাড়ার শের খান (৬০), আদর্শ সদরের গোবিন্দুপুরের সুজন (৩১) ও ভাঙ্গরা থানার মেশপুরের রোকসানা বেগম (৭০)।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানিয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১২২ জন।
বর্তমানে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১০৫ জন।
এদিকে, কুমিল্লায় করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১১০ জন। এ নিয়ে জেলায় সর্বমোট ৪ হাজার ৪৭৪ জন করোনা আক্রান্ত হলেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৪২৭ জন।
পুরো দেশের পরিস্থিতি
দেশে এক দিনে আরও ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া আরও ২ হাজার ৬৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তার দেয়া তথ্য অনুযায়ী, ৭৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ২১০টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৯টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৫২৪টি।
আরও পড়ুন: করোনা: কিশোরগঞ্জে আরও আক্রান্ত ১০, মৃত্যু ১
গত ২৪ ঘণ্টায় ২৬৬৬ জনসহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। নতুন করে আরও ৪৭ জনের মৃত্যুর মধ্যদিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫২ জনে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৭ জনের মধ্যে পুরুষ ৩৬ এবং নারী ১১ জন। হাসপাতালে মারা গেছেন ৪৩ জন এবং বাড়িতে চারজন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৫৮০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৬১৪ জন। সুস্থতার হার ৫০.৯৩ শতাংশ।