যশোরে করোনা সন্দেহে সোমবার রাতে আরও ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নিয়ে যশোরে ৪৭ জনের নমুনা সংগ্রহ করা হলো।
জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত দুই সপ্তাহে সংগ্রহ করা নমুনার মধ্যে এখনও পর্যন্ত ২২ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তবে তাদের কারো শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। এরপর আরও ১২ জনের নমুনাসহ জেলায় ৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। যাদের মধ্যে ইতোমধ্যে ২২ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। শুধুমাত্র একদিনে ১৬ জনের ফলাফল পাওয়া গেছে। যাদের নমুনা আগেই সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। গত ২৫ মার্চ থেকে যশোরে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ শুরু হয়।
জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, করোনার লক্ষণ দেখা দিলে আমরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাচ্ছি। তবে এখনো পর্যন্ত যশোরে কারো শরীরে করোনাভাইরাসের জীবানু পাওয়া যায়নি।