এরআগে, সোমবার সন্দেহভাজন রোগীদের দেহ থেকে পরীক্ষার নমুনা সংগ্রহ করে হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগ।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, হবিগঞ্জে এ পর্যন্ত ৭০০ জনকে হোম কোয়ারেন্টাইন ও একজন আনসার সদস্যকে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
তিনি বলেন, সোমবার হবিগঞ্জ আদালতের এক বিচারক, একজন নির্বাচন কর্মকর্তা ও আনসার সদস্য অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন। এ সময় চিকিৎসক তাদের দেহ থেকে স্যাম্পল সংগ্রহ করেন। আনসার সদস্য ছাড়া বাকি দুজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
ডেপুটি সিভিল সার্জন বলেন, ‘তিনজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। আজ (মঙ্গলবার) রাতেই তিনজনের রিপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে।’