সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, এ দিন পাওয়া ১৬৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে ১৮ জনের পজেটিভ ও ১৪৫ জনের নেগেটিভ এসেছে।
সোমবার পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টসহ জেলায় মোট ১৯৬৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
জেলায় নতুন করে করোনা শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে সদর উপজেলায় নয়জন, করিমগঞ্জ, তাড়াইল, ভৈরব, নিকলী ও অষ্টগ্রাম উপজেলায় একজন করে এবং কটিয়াদী ও বাজিতপুর উপজেলায় দুজন করে রয়েছেন।
জেলায় করোনায় মোট ৩৫ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ১৭১৬ জন।
নতুন সুস্থ হওয়া আটজনের মধ্যে সদর উপজেলার পাঁচজন এবং পাকুন্দিয়া, ভৈরব ও বাজিতপুর উপজেলার একজন করে রয়েছেন। জেলায় মোট সুস্থতার হার শতকরা প্রায় ৮৭.৩৩ ভাগ।
আরও পড়ুন: করোনা: ঠাকুরগাঁওয়ে বিজিবি সদস্য, চিকিৎসকসহ শনাক্ত ১৪
জেলায় সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১৪ জন। তাদের মধ্যে ২৫ জন হাসপাতালে এবং বাকি ১৮৯ জন হোম আইসোলেশনে রয়েছেন।
হাসপাতালে থাকা ২৫ জনের মধ্যে তিনজন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।
দেশের চিত্র: করোনাভাইরাসে দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন।
নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
দেশে এখন করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৬৫ জন। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ৩৩২ জন বা ৭৮ দশমিক ৬৫ শতাংশ এবং নারী ৬৩৩ জন বা ২১ দশমিক ৩৫ শতাংশ। আর মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ২৬ হাজার ২২৫ জন।
নতুন মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৬ জন পুরুষ এবং ১১ জন নারী। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যু হার এখন পর্যন্ত ১ দশমিক ৩১ শতাংশ।
করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮০১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন। সুস্থতার হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ।