করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুইজন এবং এ ভাইরাসের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন জানান, বর্তমানে করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ১১১ জন। যার মধ্যে ৩৩ জন করোনা পজিটিভ এবং ৭৮ জন ভর্তি রয়েছেন করোনার উপসর্গ নিয়ে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য অনুসারে, শনিবার জেলায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪৮ জনের। এর মধ্যে পাওয়া ১৯৮টি রিপোর্টে করোনা শনাক্ত হয়েছে ৬৫ জনের।
কুমিল্লায় এ পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৩৩ জন এবং মোট রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ১৭৩ জন।
এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ১১০ জন।