বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সাজাপ্রাপ্ত তিন আসামিই পলাতক রয়েছেন।
আদালতের অতিরিক্ত পিপি মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানিয়েছেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত মাছুম মিয়া বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মেড্ডা গ্রামের আলী মিয়ার ছেলে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- একই গ্রামের মইফুল মিয়ার ছেলে হালিম মিয়া এবং ঝলম ইউনিয়নের ছোট বারেরা গ্রামের শহীদ মিয়ার ছেলে অহিদ মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর ঝলম উত্তর বাজার এলাকায় আসামিরা চাঁদা আদায় করতে আসলে সাদ্দাম হোসেন বাধা দেন। এরপর সাদ্দাম বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় আসামিরা মোটরসাইকেলযোগে এসে তার গতিরোধ করেন। এ সময় মাছুম পিস্তল দিয়ে সাদ্দামের বুকে গুলি করেন।
এ ঘটনায় সাদ্দামের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।