বরুড়া
কুমিল্লায় প্রথমবারের মতো চালু হলো ‘আসুন মন খুলে কথা বলি’ কাউন্সেলিং কর্নার
কুমিল্লার বরুড়ায় মানসিক স্বাস্থ্যের যত্নে প্রথমবারের মতো চালু হলো ‘আসুন মন খুলে কথা বলি’ কাউন্সেলিং কর্নার।
রবিবার (৪ সেপ্টেম্বর) কর্নারটি উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল।
আরও পড়ুন: দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু বুক কর্নার হবে: প্রতিমন্ত্রী
ডা. কামরুল হাসান সোহেল বলেন, শারিরীক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার দিকটিও আমাদের খেয়াল রাখতে হবে। অনেক কারণেই মানসিক বিষন্নতা, অবসাদগ্রস্ততা, হতাশা আসতে পারে জীবনে। এই মানসিক সমস্যাগুলো নিয়ে আমরা কারো সঙ্গে কথা বলতে চাই না, কিন্তু এই সমস্যাগুলো খুব সহজেই সমাধানযোগ্য। আপনাকে আপনার প্রিয়জনের সঙ্গে এই সমস্যাগুলো নিয়ে মন খুলে কথা বলতে হবে।
আপনার চিকিৎসকও আপনার প্রিয়জন। তাই আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং কর্ণারের নামকরণ করা হয়েছে, ‘আসুন মন খুলে কথা বলি।’
কুমিল্লায় এমন উদ্যোগ প্রথম উল্লেখ করে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মুহাম্মদ নাজমুল আলম বলেন, গ্রামের মানুষ মানসিক রোগ বলতে কিছু আছে তা একসময় জানতো না। কুমিল্লায় মানসিক স্বাস্থ্যের দিক মাথায় রেখে নতুন এই উদ্যোগ প্রথম। কুমিল্লায় হাতে গোণা কয়েকজন মানসিক রোগ বিশেষজ্ঞ আছেন। এই কর্নারের মাধ্যমে আশা করছি এই সংকট কিছুটা হলেও লাঘব হবে।
এ সময় কর্নারটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডা. মো. শরীফুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডা. মো. সাইদুল আনোয়ার, জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া ডা. জুলকারনাইন মজুমদার, মেডিকেল অফিসার (রোগ-নিয়ন্ত্রণ) ডা. তানজিম মজুমদার, মেডিকেল অফিসার ডা. নূরেন তাসকিন তুলি, নার্সিং ইনচার্জ এসএসএন মাজেদা বেগম ও এসএসএন মো. রবিউল হোসাইনসহ অন্যান্যরা।
আরও পড়ুন: এসএসএফের সদরপ্তরে মুজিব কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভারতের বঙ্গবন্ধু কর্নার ও বঙ্গবন্ধু গার্ডেন উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
৫৭৪ দিন আগে
কুমিল্লায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
কুমিল্লার বরুড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত জুলহাস মোল্লা উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা গ্রামের মৃত আব্দুল হালিম মোল্লার ছেলে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, গত রবিবার জুলহাস মোল্লা ও তার স্ত্রী রুপা আক্তারের ঝগড়া চলাকালীন তাদের একমাত্র ছেলে লিমন মোল্লা বাবার কোমরে ছুরি দিয়ে আঘাত করেন। তাকে ওইদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন: মাদক ব্যবসা: ঢাকায় ছুরিকাঘাতে নিহত ১
হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, তার কোমরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
৯৬২ দিন আগে
কুমিল্লায় বসতঘরে আগুন লেগে গৃহবধূর মৃত্যু
কুমিল্লার বরুড়ায় বসতঘরে আগুন লেগে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে বরুড়ার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসমিন আক্তার একই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। দুই মাস আগে তাদের বিয়ে হয়েছিল।
বরুড়া সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের সাব-অফিসার আসাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুড়ে যাওয়া বসতঘর থেকে ইয়াসমিনের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনার সময় তার স্বামী মসজিদে ছিলেন। কীভাবে অগিকাণ্ডের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। তবে বসত ঘরে বিস্ফোরিত গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে বলে জানান তিনি।
আরও পড়ুন: কালীগঞ্জে আগুনে পুড়ল ১২ দোকান
বরগুনায় বিহারি পট্টিতে আগুন, দশ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
১১১৬ দিন আগে
দুই কিলোমিটার সড়কজুড়ে শিম চাষ
দুই কিলোমিটার সড়কের পাশে শিম চাষ করেছেন কৃষকরা। তারা পরিবারের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করেছেন শিম। পরিত্যক্ত স্থানে শিম চাষের এই দৃশ্য কুমিল্লার বরুড়া উপজেলার।
১৪৮০ দিন আগে
কুমিল্লায় খুনের দায়ে ১ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
জেলার বরুড়ায় চাঁদা আদায়ে বাধা দেয়ায় সাদ্দাম হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় এক আসামিকে মৃত্যুদণ্ড ও অপর দুজনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত।
১৬০০ দিন আগে