কুমিল্লায় ব্যবসায়ী আব্দুল মতিনের হত্যাকারীদের বিচার দাবিতে কাঁদলেন তার সন্তান ও স্বজনরা।
রবিবার কুমিল্লা নগরীর সংরাইশে আব্দুল মতিনের বাড়ির সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।
মানববন্ধনে মতিনের বড় ছেলে মো. শামীম উদ্দীন বলেন, তার বাবা নগরীর চকবাজার এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি সালিশ পরিচালনা করে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতেন। যার কারণে এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা সহ্য করতে পারত না। গত ২৯ মার্চ হামলা করলে ৩০ মার্চ মারা যান তার বাবা।
তিনি আরও বলেন, এজাহারে ১৪ জনের নাম উল্লেখ থাকলেও তিনজন গ্রেপ্তার হয়েছে। আসামিরা বিভিন্ন সময় হুমকি দিচ্ছে। এখনও প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার হয়নি। এতে আতঙ্কে দিন কাটছে তাদের।
খুনিদের ফাঁসি এবং তাদের মদদদাতাদের বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।