আব্দুল মতিন
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মাধাইপুর মোড়ে মঙ্গলবার বিকালে ট্রাক্টর ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
নিহত পিকআপভ্যান চালক আব্দুল মতিন (৪৫) নওগাঁর সাপাহার উপজেলার ইসলামপুর এলাকার তাফজুলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রহনপুর থেকে ফার্নিচারবাহী একটি পিকআপ ভ্যান আড্ডার উদ্দেশে যাচ্ছিল। বিকেল ৩টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর মোড়ে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে ভ্যানটির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পিকআপভ্যান চালক আব্দুল মতিন মারা যান। এছাড়া আহত হন আরেও দু’জন।
আরও পড়ুন: এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮: যাত্রী কল্যাণ সমিতি
তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিম জানান, ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৩ বছর আগে
গাইবান্ধায় নবজাতক বিক্রি, জেলা প্রশাসনের উদ্যোগে মায়ের কোলে ফেরত
‘১৬ হাজার টাকায় নবজাতক বিক্রি’ শিরোনামে সংবাদ প্রচারের পর শনিবার রাতে গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই নবজাতককে উদ্ধার করে বাবা-মায়ের কাছে ফেরত দেয়া হয়েছে।
৪ বছর আগে
কুমিল্লায় পিতার খুনিদের বিচারের দাবিতে কাঁদলেন সন্তানরা
কুমিল্লায় ব্যবসায়ী আব্দুল মতিনের হত্যাকারীদের বিচার দাবিতে কাঁদলেন তার সন্তান ও স্বজনরা।
৪ বছর আগে