কুমিল্লার লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ জাকির হোসেন (৩৫) নামের একজন শিক্ষকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার উত্তরদা ইউনিয়নের রামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন রামপুর গ্রামের শাহ আলমের ছেলে। তিনি রামপুর দারুসুন্নাত দ্বীনিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও হেফজ্ বিভাগের শিক্ষক।
আরও পড়ুন: নড়াইলে অজ্ঞাত কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, জাকির হোসেন বাড়ির পাশে একটি গাছের ডাল কাটছিলেন। ওই গাছের ওপর দিয়ে বয়ে গেছে একটি বৈদ্যুতিক লাইন। ওই গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।