জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে উপজেলার শোমসপুর গ্রামে প্রয়াত মুক্তিযোদ্ধা আক্তার আলীর বাড়ির একটি ঘরে আগুন দেখে ফায়ার সার্ভিস ও প্রতিবেশীরা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হন। তবে আগুনে মালামাল রাখার ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
এ ঘটনার সূত্র ধরে বুধবার সকালে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মুক্তিযোদ্ধার ভাই আজমল সরদার গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর সকাল থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুক্তিযোদ্ধার স্ত্রী হামিদা বানু অভিযোগ করে বলেন, বসত-বাড়ির এক শতক জমি নিয়ে প্রতিবেশী সেনা সদস্য রফিকের সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে সেনা সদস্য রফিক ও তার ছেলে সেনা সদস্য রাসেল তার বাড়িতে আগুন দিয়েছে।
ছুটিতে থাকা সেনা সদস্য রফিক জানান, তার বসত-বাড়ির জমি নিয়ে প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এনিয়ে আদালতে মামলা রয়েছে। সে মামলায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। তারপরও প্রতিপক্ষ তার বাড়ির একটি দেয়াল ভেঙে দিয়েছে। তাকে বিপদে ফেলতে এবার নিজেরাই নিজেদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে তাদের নামে দোষ চাপাচ্ছে।
খোকসা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বুধবার সকালে হামলা পাল্টা হামলার ঘটনার পর দ্বিতীয় দফায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’