খোকসা
কুষ্টিয়ায় বৃদ্ধার শোবার ঘরে ১৫টি গোখরা সাপের বাচ্চা
কুষ্টিয়ার খোকসায় একটি বাড়ির শোবার ঘরের মাটি খুঁড়ে ১৫টি বিষধর গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে।
শুক্রবার (১৪ জুলাই) উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া কুঠিপাড়ার আছিয়া খাতুন নামের এক নারীর বাড়ি থেকে গোখরা সাপের বাচ্চাগুলো ধরেন স্থানীয় এক সাপুড়ে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় গরু চুরির সালিশে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০, ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ
ওই নারীর স্বামী আকমল শেখের মৃত্যুর পর থেকে তিনি তার ভাই রেজন মোল্লার বাড়ির একটি কাঁচাঘরে আশ্রিত রয়েছেন।
রেজন মোল্লা জানান, সকালে তার বোনের মাটির ঘর খুঁড়ে বেশ কয়েকটি জীবিত গোখরা সাপের বাচ্চা ধরা হয়। এসময় মাটির নিচে সাপের ডিমের ৩০টি খোসা পাওয়া যায়। তবে মা সাপটিকে পাওয়া যায়নি। জীবিত সাপের বাচ্চা সাপুড়েকে দিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় পিটিয়ে মারা বিষধর সাপের বচ্চাগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ৪-৫ দিন ধরে তার বাড়িতে গোখরা সাপের একাধিক বাচ্চা দেখা যাচ্ছিল। প্রতিটি বাচ্চাই দুই থেকে আড়াই ফুট লম্বা। প্রতিদিনই দুই-একটি বাচ্চা সাপ পিটিয়ে মারা হয়।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় তার বোনের ঘর থেকে একে একে বের হয়ে আসে সাতটি সাপের বাচ্চা। প্রতিবেশীদের সহযোগিতায় সেগুলোকে পিটিয়ে মারা হয়। তার গোটা পরিবার এখন সাপ আতঙ্কে রয়েছে।
আছিয়া খাতুন বলেন, তিনি মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নিজে যে এতদিন সাপের সঙ্গে বসবাস করছিলেন তা বুঝতে পারেননি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় গড়াই নদীর পার থেকে রাসেল ভাইপার সাপ উদ্ধার
কুড়িগ্রামে চলন্ত মোটরসাইকেলে বিষাক্ত সাপ, প্রাণে বাঁচল চালক
১ বছর আগে
কুষ্টিয়ার খোকসায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
কুষ্টিয়ার খোকসায় গোয়াল ঘরের ফ্যানে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল ৪টার দিকে শোমসপুর ইউনিয়নের বুজরুখ মির্জাপুর গ্রামে কৃষক পলাশ শেখ (৫০) নিহত হন। তিনি জলিল শেখের ছেলে।
নিহতের স্ত্রী শাহানা খাতুন জানান, তারা স্বামী-স্ত্রী নিজের বাড়িতে রাজমিস্ত্রিদের নিয়ে কাজ করছিলেন। বিকালে পলাশ নিজের শোবার ঘর থেকে গোয়াল ঘরের ফ্যানে বিদ্যুত সংযোগ দেবার চেষ্টা করছিল। এ পর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন।
আরও পড়ুন: ফুলবাড়ীতে আম পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আয়শা সিদ্দিকা আশা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট পলাশ শেখকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এটা সত্য। এ ব্যাপারে থানায় একটা অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।
আরও পড়ুন: বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
১ বছর আগে
খোকসায় পাখিভ্যান চালককে গলাকেটে হত্যা
কুষ্টিয়ার খোকসায় ব্যাটারী চালিত পাখিভ্যান চালককে গলাকেটে হত্যা করেছে দৃর্বৃত্তরা।
সোমবার রাত ১০টার পরে খোকসা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাঁধ পাড়ায় পানি উন্নয়ন বোর্ডের গড়াই নদীর শহর রক্ষা বাঁধ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
হত্যার শিকার নাসিরুল (২৩) ওই পৌরসভার ৫ নং ওয়ার্ডের জানিপুর পুরাতন বাজার এলাকার আব্দুল খালেকের ছেলে।
পুলিশের ধারণা সঙ্ঘবদ্ধ চক্র পাখি ভ্যান চুরির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
আরও পড়ুন: জয়পুরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
এলাকাবাসী জানায়, নাসিরুল সিলেটে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। গত দু’দিন আগে তিনি গ্রামে ফেরেন। সোমবার বিকালে নিজের ব্যাটারী চালিত পাখিভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে একজন বোরকা পরা যাত্রী নিয়ে ওই পাখিভ্যান চালককে বাঁধের মাথার দিকে যেতে দেখা যায়। এর কিছু সময় পর বোরকা পরা ব্যক্তি দ্রুত পায়ে আবার ফিরে যায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা বোরকা পরা ব্যক্তিকে ধাওয়া করেও ধরতে পারেনি। পরে তারা আবার ঘটনাস্থলে ফিরে এক ব্যক্তির রক্তাক্ত নিথর দেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় লাশ উদ্ধার করে।
বাঁধপাড়ার গৃহিনী নাদিয়া ও জোৎসনা জানান, বোরকা পরা ওই ব্যক্তির চলে যাওয়া দেখে বাঁধের লোক জনের সন্দেহ হয়। তারা পিছু নেয়। কিন্তু ধরতে পারেনি। ওই ব্যক্তিকে ধরতে পারলে হত্যার রহস্য জানা যেতো।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানায়, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
আরও পড়ুন: ল্যাবএইডের ৬ চিকিৎসকসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা
খিলগাঁওয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ৭০ বছরের বৃদ্ধের আত্মহত্যা
১ বছর আগে
খোকসায় ডাকাতির সময় গলায় তার পেঁচিয়ে বৃদ্ধাকে খুন, আটক ১
কুষ্টিয়ার খোকসায় ডাকাতির সময় গলায় তার পেঁচিয়ে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বি-মির্জাপুর গ্রামের শহিদুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়ি ফিরে তালাবদ্ধ ঘর খুলে এক ডাকাতকে পাওয়া যায়।
নিহতের নাম মনোয়ারা বেগম।
আটক জিহাদ ওই গ্রামের হেলাল শেখের ছেলে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা, গ্রেপ্তার ১০
জানা গেছে, ডাকাতরা বৃহস্পতিবার বিকালে শহিদুজ্জামানের বাড়িতে হানা দেয়। এসময় গৃহকত্রী মনোয়ারা বেগম তাদের চিনে ফেলেন। একপর্যায়ে ডাকাতেরা মনোয়ারা বেগমের গলায় বিদ্যুতের মোটা তার ও ওড়না পেঁচিয়ে ফেলে রেখে যায়। এ সময় মনোয়ারা সংজ্ঞাহীন ছিলেন। পরে প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃদ্ধার মৃত্যু নিশ্চিত হয়ে পরিবারের লোকেরা লাশ নিয়ে বাড়ি ফিরে আসে। এ সময় গৃহকত্রীকে যে ঘর থেকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গিয়েছিল সেই ঘরের তালা খুলে প্রতিবেশী জিহাদকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
নিহতের ছেলে বাসারুজ্জামান বলেন, তিনি বাড়ির বাইরে ছিলেন। ফোনে মায়ের অসুস্থতার কথা জেনে হাসপাতালে ছুটে যান। সেখানে মাকে মৃত পেয়েছেন। তবে বাড়ি ফিরে অনুমান করছেন, ডাকাতেরা তার পাঁচ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে গেছে।
তিনি আরও বলেন, ডাকাতেরা সংখ্যায় কয়েকজন ছিল। তাদের দুইজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আর ঘরে আটকা পড়ে প্রতিবেশীর ছেলে জিহাদ।
খোকসা পৌরসভার প্যানেল মেয়র ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান টিপু ঘটনার বর্ণনা দিয়ে জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার ভাবি মনোয়ারার গলায় বিদ্যুতের তার ও ওড়না পেঁচানো অবস্থায় পান। ঘরে তালা দিয়ে বৃদ্ধাকে (ভাবিকে) হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে লাশ নিয়ে বাড়ি ফিরে বন্ধ ঘরের তালা খুলে জিহাদকে পান।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, হত্যাকাণ্ডটি রহস্যজনক। আটক যুবকের দাবি, সে প্রতিবেশীর মৃত্যুর খবর শুনে গিয়েছিল।
আবার পরিবারের লোকেরা হাসপাতালে জানায়, বৃদ্ধা বিদ্যুতায়িত হন। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ, গ্রেপ্তার ১
সিলেটে কলেজছাত্রী সোনিয়া হত্যা: মামাতো ভাই গ্রেপ্তার
১ বছর আগে
খোকসায় পুলিশের বিরুদ্ধে বিএনপির অফিস বন্ধ করে দেয়ার অভিযোগ
কুষ্টিয়ার খোকসায় বিজয় দিবসে বিএনপির দলীয় কার্যালয় থেকে দলীয় পতাকা নামিয়ে অফিসটি বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে খোকসা বাজারস্থ থানা বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যালয়টি বন্ধ করে দেয় বলে দলটির নেতারা অভিযোগ করেন।
বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে থানা বিএনপির অফিসটি খুলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে স্থানীয় নেতারা। তারা এখান থেকে দলবদ্ধ হয়ে বিজয় র্যালি নিয়ে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এখানেই ঘটে বিপত্তি। প্রথমে থানা পুলিশ তাদের বাঁধা দেয়। একজন এসআইএর নেতৃত্বে পুলিশের একটি দল থানা বিএনপির কার্যালয়টির আশেপাশে অবস্থান নেয়। পরে অফিস থেকে দলীয় পতাকাটি নামিয়ে থানা বিএনপির অফিসটি বন্ধ করে দিতে বাধ্য করে বলে স্থানীয় বিএনপির নেতারা অভিযোগ করেন।
আরও পড়ুন: খোকসায় উপনির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ সভাপতির ভাই গুলিবিদ্ধ
পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু ঘটনার সময় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, পুলিশের চাপে দীর্ঘদিন ধরে থানা বিএনপির প্রধান কার্যালয়টি তালাবন্ধ রাখা হয়। মহান বিজয় দিবসের কর্মসূচি পালনের জন্য তারা সকালে অফিসটি খোলেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা শহীদ মিনারে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন। পরে পুলিশ তাদের দলীয় পতাকা নামিয়ে কার্যালয়টি বন্ধ করতে বাধ্য করে।
ঘটনাস্থলে উপস্থিত থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল জানান, ওপরের নির্দেশে তারা বিএনপির দলীয় পতাকা নামিয়ে অফিস বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমানের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, এমনিতে তাদের ওপর একটি থ্রেট রয়েছে। এ ছাড়া প্রধান দুই দল একত্রে ফুল দিতে গিয়ে যাতে এক না হয়। সেই জন্য চেষ্টা করা হয়েছে। তবে বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর নেতৃত্বে শহীদ বেদিতে তারা ফুল দিয়েছে। পার্টি অফিস বন্ধের বিষয়ে বলেন, অফিসটি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে।
আরও পড়ুন: খোকসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিষ্ঠার ৪০ বছরেও দেখা মেলেনি কয়েদির, খোকসার উপকারাগারে হাঁস-মুরগির খামার
২ বছর আগে
খোকসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুষ্টিয়ার খোকসায় ডোবার পানিতে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে ইয়ানূর নামের ওই শিশু পানিতে পড়ে মারা যায়।
ইয়ানূর ওই গ্রামের সোহাগ মোল্লার ছেলে।
শিশুটির নানা স্বপন আলী জানান, সকালে ইয়ানূর তার বাবার সঙ্গে ঘুমিয়েছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কোন এক সময় শিশুটি বিছানা ছেড়ে ঘরের পেছনে নতুন কাটা ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয়। সকাল সাড়ে ৮ টার দিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই ডোবার পানিতে শিশু ইয়ানূরের স্যান্ডেল ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ডোবার পানি থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ওই সময়ে চিকিৎসক ডা. টপি কুন্ডুর উদ্ধৃতি দিয়ে উপ-সহকারী মেডিকেল অফিসার (স্যাকমো) জাহিদুল ইসলাম জানান, পানি থেকে উদ্ধার করে শিশুটিকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়।
খোকসা থানার ওসি তদন্ত মামুনুর রশিদ জানান, শিশু ইয়ানূরের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
২ বছর আগে
বিয়ের দাওয়াত না দেয়ায় হামলার অভিযোগ
কুষ্টিয়ার খোকসায় ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেয়ায় বড় ভাইযের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর শ্যামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহতের ইব্রাহীম আলী (৩২) একই এলাকার ওসমান আলী ছেলে।
তার অভিযোগ, রোজার ঈদের একদিন পর তার ছোট ভাই সম্রাটের বিয়ে হয়। এ উপলক্ষে বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কয়েকজনকে দাওয়াত না দেয়ায় তারা ক্ষুদ্ধ হয়ে দ্বিতীয় দফায় শনিবার হামলা চালায়। প্রথম দফায় হামলার ঘটনায় ইব্রাহীম খোকসা থানায় একটি জিডি করেন। এ কারণে হামলাকারীদের দ্বিতীয় বার হামলা করে।
আরও পড়ুন: ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশিদের বাড়িতে বিএসএফ’র হামলার অভিযোগ
ইব্রাহীমের দাবি, তিনি পেশায় একজন ক্লিনিকের কর্মচারী। বিকালে তিনি বাড়ি থেকে কাজের উদ্যেশে বেরিয়ে ছিলেন। হামলাকারীদের বাড়ির সামনে পৌঁছানোর পর তারা হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে তার ওপর হামলা করে। বেধড়ক মারধর করে ফেলে রেখে যাওয়ার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে শোমসপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য (মেম্বার) মাহাতাব উদ্দিন বলেন, ইব্রাহীমের ছোট ভাই সম্রাটের বয়স সর্বোচ্চ ১৩ বছর হবে। তার সঙ্গে ৫ম শ্রেণির এক ছাত্রীর বিয়ে দেয়া হয়। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে ইব্রাহীমের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা ও মারধর করে। এ ঘটনার পর প্রায় দিন দশেক ইব্রাহীমারা আত্ম গোপনে ছিল। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের মধ্যস্থতায় তারা গ্রামে ফিরে আসে। এরপর প্রতিপক্ষের লোকেরা হামলা করেছে বলে শুনেছি।
আরও পড়ুন: ফেনীতে আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলার অভিযোগ
প্রথম হামলা ঘটনার মধ্যস্থতাকারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজার সঙ্গে যোগাযোগের চেষ্টার করে তাকে পাওয়া যায়নি।
২ বছর আগে
প্রতিষ্ঠার ৪০ বছরেও দেখা মেলেনি কয়েদির, খোকসার উপকারাগারে হাঁস-মুরগির খামার
কুষ্টিয়ার খোকসা উপজেলায় আশির দশকে প্রায় ১২ দশমিক ২ একর জমির ওপর নির্মাণ করা হয় উপকারাগার। নির্মাণের ৪০ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত কোনো কয়েদির দেখা পায়নি কারাগারটি। অযত্ন-অবহেলায় পড়ে থাকা কারাগারটি বর্তমানে গোচারণ ভূমিতে পরিণত হয়েছে।
৩ বছর আগে
এতিমদের মুখে আহার তুলে দিলো ‘আমরাই কিংবদন্তী’ ফেসবুক গ্রুপ
‘ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি’এই স্লোগান নিয়ে ‘এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২’র ফেসবুক গ্রুপ ‘আমরাই কিংবদন্তী’ শুক্রবার কুষ্টিয়া সদর, খোকসা, ও কুমারখালী উপজেলার সাতটি এতিমখানা ও বিভিন্ন ছিন্নমূল সুবিধাবঞ্চিত প্রায় ছয় শতাধিক এতিম শিশুর মুখে রান্না করা খাবার তুলে দিয়েছে।
৩ বছর আগে
কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দেয়ার অভিযোগ
জেলার খোকসায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
৪ বছর আগে