মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হাতিয়া পূর্বপাড়া এলাকার খবির উদ্দিন শেখের ছেলে উজ্জল শেখ।
আদালত সুত্র জানায়, আসামি উজ্জল শেখ ও নিহত আব্দুলাহর বোন কুষ্টিয়া সরকারি কলেজে ডিগ্রির শিক্ষার্থী ছিলেন। একই শ্রেণিতে পড়ার সময় উজ্জল; আব্দুলাহর বোনকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশও হয়। আর উত্ত্যক্ত করবে না মর্মে মুচলেকাও প্রদান করে আসামি উজ্জল।
পরে প্রতিশোধ নিতে ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ নিজ বাড়িতে আব্দুল্লাহ হোসেনকে কুপিয়ে হত্যা করে উজ্জল। এ ঘটনার পরের দিন আব্দুল্লাহর বাবা আলম শেখ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ২০১৮ সালের ৩০ জুন আদালতে চার্জশিট প্রদান করে।
রাষ্ট্র পক্ষের আইনজীবী ও কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ১৯ জনের স্বাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।