গত তিনদিন ধরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বালুর বস্তা ফেলে স্পারটি রক্ষার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। এদিকে স্পারটির অংশ বিশেষ বিলীন হওয়ার পর আতংক দেখা দিয়েছে তিস্তা পাড়ের মানুষের মধ্যে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে তিন কোটি টাকা ব্যয়ে তিস্তার ভাঙন থেকে জনপদ রক্ষায় ৩৫০ মিটার দীর্ঘ স্পারটি নির্মাণ করা হয়। এর ১৫০ মিটার কংক্রিটের এবং বাকি অংশ মাটি ও ব্লকের তৈরি।
গত কয়েকদিনে তিস্তার প্রবল ঢেউয়ের আঘাতে মাটির তৈরি অংশের ৫০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এলাকাবাসী জানান, স্পারটি ভেঙে যাওয়ার ফলে উজান ও ভাটিতে ৫-৬টি গ্রামের মানুষ ভাঙন আতংকে রয়েছেন। পাশাপাশি বুড়িরহাট ও কালিরহাট বাজারসহ ঝুঁকিতে পড়েছে গাবুরহেলান গ্রামের স্পারটিও।
শরিফা বেগম নামে স্থানীয় এক বাসিন্দা জানান, হঠাৎ করেই স্পারটি ভাঙনের কবলে পড়ায় তাদের বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। রাস্তার পাশে মালামাল রেখে কোনোমতে দিনযাপন করছেন।
একই অবস্থা সালাম, মজিদুল, তৈয়ব, মঞ্জু মিয়াসহ আরও কয়েকজনের। সবাই তিস্তার আগ্রাসনে ভিটেহারা।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, প্রবল স্রোতের কারণে স্পারের অংশ বিশেষ বিলীন হয়েছে। পানি কমে গেলে পাইলিং ও জিও ব্যাগ ফেলে স্পারটি মেরামত করা হবে।
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ জানান, স্পার ও বাঁধগুলো রক্ষায় আগে থেকেই প্রস্ততি নেয়া হলেও বন্যার প্রকোপ বেড়ে যাওয়ায় কয়েকটি স্থানে স্পার ও বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। দ্রুত এটি মেরামত করা হবে।