শুক্রবার আক্রান্ত তিনজনের মধ্যে দুজন বামনশুর এবং একজন খেজুরবাগ এলাকার।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ বলেন, নতুন তিনজন আক্রান্ত হওয়াসহ গত সাত দিনে কেরানীগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে।
এর আগে গত বৃহস্পতিবার শুভাঢ্যা এলাকায় এক নারী ও কুন্ডা এলাকায় এক পুরুষের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।
মীর মোবারক হোসেন বলেন, ‘শুক্রবার আরও ১৬ জনের নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার ৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ১৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। বাকি ১৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।’
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে একই পরিবারের ছেলে ও বাবা-মা রয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মাইনুল ইসলাম জানান, করোনাভাইরাসে সংক্রমিত রোগী বৃদ্ধি পাওয়ায় আগানগর, জিনজিরা, কালিন্দী, শুভাঢ্যা, শাক্তা ও কোন্ডা ইউনিয়নসহ সাতটি ইউনিয়ন সম্পূর্ণ লকডাউন করা হয়েছে।