উপজেলা নির্বাহী কর্মকর্তা
রাজশাহীতে আম পাড়া শুরু ১৫ মে থেকে
আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহীতে এবার আম পাড়া শুরু হচ্ছে আগামী ১৫ মে থেকে। ওই দিন থেকে পর্যায়ক্রমে ৭ ধাপে বিভিন্ন জাতের সুস্বাদু পরিপক্ক আম গাছ থেকে পাড়া হবে।
বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় আম পাড়া নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল।
আরও পড়ুন: নাটোরে আম-লিচু সংগ্রহের সময় নির্ধারণ
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মে থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম পাড়া শুরু হবে। তবে কোনো আম আগে পাকলে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাতে হবে।
রাজশাহীতে সাধারণত সবার আগে পাকে গুটি জাতের আম।
আরও পড়ুন: সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৯ ক্যারেট আম বিনষ্ট
জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, এবার আগামী ১৫ মে থেকে এই আমটি পাড়তে পারবেন চাষিরা। আর উন্নতজাতের আমগুলোর মধ্যে গোপালভোগ ২০ মে, রানিপছন্দ ২৫ মে, লক্ষণভোগ বা লখনা পাড়া যাবে ২৫ মে থেকে এবং খিরসাপাত বা হিমসাগর ২৮ মে থেকে পাড়া যাবে। এছাড়া ল্যাংড়া আম ৬ জুন, আম্রপালি এবং ফজলি ১৫ জুন থেকে পাড়া যাবে। আর সবার শেষে ১০ জুলাই থেকে পাড়া যাবে আশ্বিনা ও বারি-৪ জাতের আম।
অপরিপক্ব আমের বাজারজাত ঠেকাতে গেল কয়েক বছর ধরেই রাজশাহীতে আম নামানোর তারিখ নির্ধারণ করে দেয়া হয়েছে। এবারও সিদ্ধান্ত নিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষ থেকে অনলাইন প্লাটফর্মে জুম মিটিং করা হয়। এতে সংশ্লিষ্ট সব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম আকৃতির ফল!
তবে নির্ধারিত সময়ের আগেই যদি কোনো বাগানে আম পেকে যায় তাহলে চাষি তা নামাতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’কে জানাতে হবে। তারপর ইউএনও সরেজমিনে বাগান পরিদর্শন করবেন। বাগানে তিনি প্রাকৃতিকভাবে আম পাকা দেখলে তা নামানোর অনুমতি দেবেন। এরপরই আম নামিয়ে বাজারে পাঠাতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা এমন সিদ্ধান্তই হয় ওই সভা থেকে।
রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল বলেন, তিনি খোঁজ নিয়ে দেখেছেন, গত কয়েক বছর থেকে আম নামানোর তারিখ নির্ধারণ করে দেয়ার কারণে ঢাকাসহ সারাদেশের ক্রেতাদের আস্থা অর্জন করা সম্ভব হয়েছে। তারা নিশ্চিত ছিলেন যে, কোনো রাসায়নিক মিশিয়ে রাজশাহীর আম পাকানো হয়নি, এটা প্রাকৃতিকভাবেই পেকেছে। ফলে রাজশাহীর আমের সুনাম অক্ষুণ্ন ছিল। তাই এবারও থাকবে।
তিনি বলেন, আম পাড়ার তারিখ নির্ধারণ করা না হলে বাগানে প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হতো। কেউ যেন আগে ভাগে অপরিপক্ব আম নামাতে না পারেন সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হতো। কিন্তু এতো জনবলও তাদের নেই। সব দিক বিবেচনায় আম নামানোর ক্ষেত্রে তারিখ নির্ধারণ করে দেয়া হলো। তবে আগে পাকলে অবহিতকরণের মাধ্যমে আম নামানোরও সুযোগ থাকলো।
এদিকে চলতি বছর তাপদাহসহ প্রাকৃতিক বৈরিতায় গাছ থেকে আপনা আপনি ঝরে পড়ছে বাড়ন্ত আম। এতে রাজশাহীর বাগানগুলোতে কমেছে আমের পরিমাণ। তাই উৎপাদনের লক্ষ্য পূরণ নিয়ে সংশয়ে আছেন চাষিরা।
তবে কৃষি বিভাগ বলেছে, বাড়তি ফলন না হলেও লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা নেই।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ততর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহীতে ৩৭০ হেক্টর বাড়িয়ে ১৭ হাজার ৯৪৩ হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ১৭ হাজার ৫৭৩ হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা ছিল। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি ১১ দশমিক ৯ মেট্রিক টন।
প্রাকৃতিক দুর্যোগ না হলে এই লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্য হবে না বলেও মতামত রাজশাহী কৃষি বিভাগের কর্মকর্তাদের।
১৪৫৬ দিন আগে
ফরিদপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারীতে রাতের আঁধারে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম মো. মিজানুর রহমান। তিনি উপজেলার রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সালথার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক।
আরও পড়ুন: ফরিদপুরে ফোন করলেই বাড়িতে পৌঁছাচ্ছে মাছ
এ ঘটনায় শনিবার সকালে উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা এমদাদুল হক মিলনসহ ৯ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসারের নিকট দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কালিনগর বাজারের কুমার নদীর পাড়ে সরকারি ১ নম্বর খাস খতিয়ান ও পানি উন্নয়ন বোর্ডের ১০ শতাংশ জমি মো. মিজানুর রহমান ও তার সহযোগিরা রাতের আঁধারে চারপাশ বাঁশ দিয়ে ঘিরে দখল করে। দখলকৃত জমির আনুমানিক বর্তমান বাজার মূল্য ৩০ লাখ টাকা।
অভিযুক্ত রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, 'এই জমির সামনে আমার জমি। পিছনের জমি গর্ত ছিল, নদী কাটার সময় আমি টাকা পয়সা খরচ করে ভরাট করেছি। তাছাড়া জমিটা আমার দখলে রয়েছে এবং জমিটার লিজ নেয়াসহ ডিসিআরও রয়েছে আমার।'
আরও পড়ুন: ফরিদপুরে 'ফাতেমা’ ধান চাষে যুবকের স্বপ্ন পূরণ
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, 'সরকারি জমি দখলের লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে রূপাপাত ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে জায়গা পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।'
১৪৭৫ দিন আগে
ঝালকাঠিতে আশ্রায়ন প্রকল্প নির্মাণের ৭ মাসেও বরাদ্দ পাননি ভূমিহীনরা
ঝালকাঠি সদর উপজেলার বসন্ডা ইউনিয়নে কুনিহারী আশ্রায়ন প্রকল্প নির্মাণ শেষ হওয়ার ৭ মাস পেরিয়ে গেলেও সুবিধাভোগী পরিবারের বসবাসের জন্য বরাদ্দ দেয়া হয়নি।
১৬৮৫ দিন আগে
নেত্রকোনায় ট্রলারডুবি, ১১ জনের মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও এলাকাবাসী। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।
১৬৯৫ দিন আগে
এমপিরা কলেজের সভাপতি পদে থাকতে পারবেন না
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে গভর্নিং বডির (জিবি) সভাপতি পদে সংসদ সদস্যরা থাকতে পারবেন না।
১৭৩৯ দিন আগে
পঞ্চগড়ে বন বিভাগের দেড় শতাধিক গাছ কর্তন, কর্মীদের মারধর
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দেড় শতাধিক গাছ কাটা ও উপড়ে ফেলাসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করার অভিযোগ উঠেছে।
১৭৪১ দিন আগে
কর্মকর্তার অবহেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল না গৃহহীন পরিবারগুলো!
ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব অবহেলার কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের জন্য বরাদ্দ দেয়া ঘর উপহার পেয়েও তাদের ভাগ্যে তা জোটেনি বলে অভিযোগ পাওয়া গেছে।
১৭৪৯ দিন আগে
কালবৈশাখী ঝড়: বাগেরহাটে ঘরচাপায় এক স্কুলছাত্র নিহত
বাগেরহাটের চিতলমারীতে কালবৈশাখী ঝড়ে ঘরচাপা পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
১৮২১ দিন আগে
করোনা: হাজীগঞ্জ ইউএনও’র যে হৃদয় বিদারক দৃশ্য চোখে পানি এনে দেবে
মা, মা করে কাঁদছে ছোট অবুঝ শিশু। মাকে দেখার জন্য জানালা দিয়ে উঁকিও দিচ্ছে বার বার। কখনো কখনো জানালা ফাঁক করে হাত দুটি দিয়ে গ্রিল ধরে জানালা দিয়ে উপরে উঠার চেষ্টা করছে যদি মায়ের সাথে একটু কথা বলা যায়। মাকে দেখা যাচ্ছে। ঘরের ভেতরে আছেন মমতাময়ী মা। তবে কোনো সাড়া দিতে পারছেন না। এ দেখে কোমলমতি শিশু আরও জোরে কাঁদছে। এমন হৃদয় বিদারক দৃশ্য সত্যিই চোখের পানি এনে দিবে।
১৮২২ দিন আগে
করোনায় মারা যাওয়া পুলিশ কর্মকর্তার জানাজা পড়ালেন এমপি রিমন
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মার যাওয়া পুলিশ কর্মকর্তা আব্দুল খালেকের দাফন সম্পন্ন হয়েছে।
১৮২৬ দিন আগে