উপজেলা নির্বাহী কর্মকর্তা
সুনামগঞ্জের শতবর্ষী হিজল বাগান দখলদারদের ইউএনওর হুঁশিয়ারি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রংচী গ্রামের শতবর্ষী হিজল বাগান দখল ও ধ্বংসের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা উপ-সহকারী ভূমি কর্মকর্তা জহুরুল ইসলাম, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান সিদ্দিকীসহ গ্রামবাসীদের সঙ্গে নিয়ে রংচী গ্রামের ঐতিহ্যবাহী হিজল বাগান পরিদর্শন করেন ইউএনও।
অভিযানকালে বাগানের ভেতরে অবৈধভাবে মাটি অপসারণ, গাছ কাটার চিহ্ন ও কৃষিকাজের প্রস্তুতির আলামত দেখতে পান তিনি। তারপর বনের ভেতরে জায়গা নির্ধারণ করে চাষাবাদের জন্য সমতল করা জমিতে চলমান কাজ বন্ধ করে দেন এবং সংশ্লিষ্টদের কড়া ভাষায় সতর্ক করেন তিনি।
একইসঙ্গে বাগানের ভেতরে ভবিষ্যতে কোনো ধরনের কৃষিকাজ বা গাছ কাটার ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ইউএনও বলেন, রংচী গ্রামের শতবর্ষী হিজল বাগান শুধু একটি বন নয়; এটি এই এলাকার প্রাকৃতিক ঢাল ও পরিবেশের ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে অবৈধভাবে গাছ কাটা, মাটি তোলা কিংবা চাষাবাদ করার কোনো সুযোগ নেই। যারা এই বাগান দখলের চেষ্টা করবে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উজ্জ্বল রায় আরও জানান, হিজল বাগানটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে বাগানটি ঘিরে সীমানা চিহ্নিতকরণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং নতুন হিজল চারা রোপণের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় স্থানীয়রা ইউএনওর এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রশাসনের দ্রত পদক্ষেপ না এলে ঐতিহ্যবাহী হিজল বাগানটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যেত। বাগানটি সংরক্ষণে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।
১৫ দিন আগে
যশোরে এতিম-অনাথ শিক্ষার্থীদের মাঝে লিচু বিতরণ উপজেলা নির্বাহী কর্মকর্তার
মাদরাসায় অধ্যয়নরত মা ও বাবাহারা এতিম-অনাথ ছাত্র-িছাত্রীদের মাঝে লিচু বিতরণ করেছেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় অফিসের কর্মচারীদের সঙ্গে নিয়ে তিনি সদর উপজেলার তিনটি মাদরাসায় লিচু বিতরণ করেন।
শারমিন বলেন, ‘মাদরাসায় অধ্যয়নরত এতিম-অনাথ ছাত্র ও ছাত্রীরা সমাজে নানাভাবে অবহেলিত। তাই পিতা-মাতাহারা এসব ছাত্র-ছাত্রীদের দুঃখ, কষ্টের কথা মনে করে ও তাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশ খাওয়ার জন্যই আমি তাদের মাঝে আমার বাসভবনে উৎপাদিত লিচু বিতরণ করেছি।’
উপজেলা পরিষদের নিজ বাসভবনে উৎপাদিত লিচু নিজে না খেয়ে এবং অফিসের কর্মচারীদের না দিয়ে মাদরাসার এতিম-অনাথদের দুঃখ, কষ্টের কথা ভেবে তিনি এই লিচু বিতরণ করেন।
বসুন্দিয়া ইউনিয়নের সিঙ্গিয়া এতিমখানা ও বানিয়ারগাতি দাখিল মাদরাসায় প্রথমে তিনি লিচু বিতরণ করেন। এ সময় তার সঙ্গে মাদরাসার শিক্ষক ও অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ঝুমঝুমপুর ফজলুল উলুম কওমী মাদরাসা ও এতিমখানায় লিচু বিতরণ করেন।
২৫৪ দিন আগে
রাজশাহীতে আম পাড়া শুরু ১৫ মে থেকে
আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহীতে এবার আম পাড়া শুরু হচ্ছে আগামী ১৫ মে থেকে। ওই দিন থেকে পর্যায়ক্রমে ৭ ধাপে বিভিন্ন জাতের সুস্বাদু পরিপক্ক আম গাছ থেকে পাড়া হবে।
বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় আম পাড়া নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল।
আরও পড়ুন: নাটোরে আম-লিচু সংগ্রহের সময় নির্ধারণ
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মে থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম পাড়া শুরু হবে। তবে কোনো আম আগে পাকলে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাতে হবে।
রাজশাহীতে সাধারণত সবার আগে পাকে গুটি জাতের আম।
আরও পড়ুন: সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৯ ক্যারেট আম বিনষ্ট
জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, এবার আগামী ১৫ মে থেকে এই আমটি পাড়তে পারবেন চাষিরা। আর উন্নতজাতের আমগুলোর মধ্যে গোপালভোগ ২০ মে, রানিপছন্দ ২৫ মে, লক্ষণভোগ বা লখনা পাড়া যাবে ২৫ মে থেকে এবং খিরসাপাত বা হিমসাগর ২৮ মে থেকে পাড়া যাবে। এছাড়া ল্যাংড়া আম ৬ জুন, আম্রপালি এবং ফজলি ১৫ জুন থেকে পাড়া যাবে। আর সবার শেষে ১০ জুলাই থেকে পাড়া যাবে আশ্বিনা ও বারি-৪ জাতের আম।
অপরিপক্ব আমের বাজারজাত ঠেকাতে গেল কয়েক বছর ধরেই রাজশাহীতে আম নামানোর তারিখ নির্ধারণ করে দেয়া হয়েছে। এবারও সিদ্ধান্ত নিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষ থেকে অনলাইন প্লাটফর্মে জুম মিটিং করা হয়। এতে সংশ্লিষ্ট সব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম আকৃতির ফল!
তবে নির্ধারিত সময়ের আগেই যদি কোনো বাগানে আম পেকে যায় তাহলে চাষি তা নামাতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’কে জানাতে হবে। তারপর ইউএনও সরেজমিনে বাগান পরিদর্শন করবেন। বাগানে তিনি প্রাকৃতিকভাবে আম পাকা দেখলে তা নামানোর অনুমতি দেবেন। এরপরই আম নামিয়ে বাজারে পাঠাতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা এমন সিদ্ধান্তই হয় ওই সভা থেকে।
রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল বলেন, তিনি খোঁজ নিয়ে দেখেছেন, গত কয়েক বছর থেকে আম নামানোর তারিখ নির্ধারণ করে দেয়ার কারণে ঢাকাসহ সারাদেশের ক্রেতাদের আস্থা অর্জন করা সম্ভব হয়েছে। তারা নিশ্চিত ছিলেন যে, কোনো রাসায়নিক মিশিয়ে রাজশাহীর আম পাকানো হয়নি, এটা প্রাকৃতিকভাবেই পেকেছে। ফলে রাজশাহীর আমের সুনাম অক্ষুণ্ন ছিল। তাই এবারও থাকবে।
তিনি বলেন, আম পাড়ার তারিখ নির্ধারণ করা না হলে বাগানে প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হতো। কেউ যেন আগে ভাগে অপরিপক্ব আম নামাতে না পারেন সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হতো। কিন্তু এতো জনবলও তাদের নেই। সব দিক বিবেচনায় আম নামানোর ক্ষেত্রে তারিখ নির্ধারণ করে দেয়া হলো। তবে আগে পাকলে অবহিতকরণের মাধ্যমে আম নামানোরও সুযোগ থাকলো।
এদিকে চলতি বছর তাপদাহসহ প্রাকৃতিক বৈরিতায় গাছ থেকে আপনা আপনি ঝরে পড়ছে বাড়ন্ত আম। এতে রাজশাহীর বাগানগুলোতে কমেছে আমের পরিমাণ। তাই উৎপাদনের লক্ষ্য পূরণ নিয়ে সংশয়ে আছেন চাষিরা।
তবে কৃষি বিভাগ বলেছে, বাড়তি ফলন না হলেও লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা নেই।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ততর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহীতে ৩৭০ হেক্টর বাড়িয়ে ১৭ হাজার ৯৪৩ হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ১৭ হাজার ৫৭৩ হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা ছিল। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি ১১ দশমিক ৯ মেট্রিক টন।
প্রাকৃতিক দুর্যোগ না হলে এই লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্য হবে না বলেও মতামত রাজশাহী কৃষি বিভাগের কর্মকর্তাদের।
১৭১৪ দিন আগে
ফরিদপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারীতে রাতের আঁধারে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম মো. মিজানুর রহমান। তিনি উপজেলার রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সালথার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক।
আরও পড়ুন: ফরিদপুরে ফোন করলেই বাড়িতে পৌঁছাচ্ছে মাছ
এ ঘটনায় শনিবার সকালে উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা এমদাদুল হক মিলনসহ ৯ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসারের নিকট দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কালিনগর বাজারের কুমার নদীর পাড়ে সরকারি ১ নম্বর খাস খতিয়ান ও পানি উন্নয়ন বোর্ডের ১০ শতাংশ জমি মো. মিজানুর রহমান ও তার সহযোগিরা রাতের আঁধারে চারপাশ বাঁশ দিয়ে ঘিরে দখল করে। দখলকৃত জমির আনুমানিক বর্তমান বাজার মূল্য ৩০ লাখ টাকা।
অভিযুক্ত রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, 'এই জমির সামনে আমার জমি। পিছনের জমি গর্ত ছিল, নদী কাটার সময় আমি টাকা পয়সা খরচ করে ভরাট করেছি। তাছাড়া জমিটা আমার দখলে রয়েছে এবং জমিটার লিজ নেয়াসহ ডিসিআরও রয়েছে আমার।'
আরও পড়ুন: ফরিদপুরে 'ফাতেমা’ ধান চাষে যুবকের স্বপ্ন পূরণ
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, 'সরকারি জমি দখলের লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে রূপাপাত ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে জায়গা পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।'
১৭৩৩ দিন আগে
ঝালকাঠিতে আশ্রায়ন প্রকল্প নির্মাণের ৭ মাসেও বরাদ্দ পাননি ভূমিহীনরা
ঝালকাঠি সদর উপজেলার বসন্ডা ইউনিয়নে কুনিহারী আশ্রায়ন প্রকল্প নির্মাণ শেষ হওয়ার ৭ মাস পেরিয়ে গেলেও সুবিধাভোগী পরিবারের বসবাসের জন্য বরাদ্দ দেয়া হয়নি।
১৯৪৩ দিন আগে
নেত্রকোনায় ট্রলারডুবি, ১১ জনের মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও এলাকাবাসী। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।
১৯৫৩ দিন আগে
এমপিরা কলেজের সভাপতি পদে থাকতে পারবেন না
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে গভর্নিং বডির (জিবি) সভাপতি পদে সংসদ সদস্যরা থাকতে পারবেন না।
১৯৯৭ দিন আগে
পঞ্চগড়ে বন বিভাগের দেড় শতাধিক গাছ কর্তন, কর্মীদের মারধর
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দেড় শতাধিক গাছ কাটা ও উপড়ে ফেলাসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করার অভিযোগ উঠেছে।
১৯৯৯ দিন আগে
কর্মকর্তার অবহেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল না গৃহহীন পরিবারগুলো!
ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব অবহেলার কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের জন্য বরাদ্দ দেয়া ঘর উপহার পেয়েও তাদের ভাগ্যে তা জোটেনি বলে অভিযোগ পাওয়া গেছে।
২০০৭ দিন আগে
কালবৈশাখী ঝড়: বাগেরহাটে ঘরচাপায় এক স্কুলছাত্র নিহত
বাগেরহাটের চিতলমারীতে কালবৈশাখী ঝড়ে ঘরচাপা পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
২০৭৯ দিন আগে