বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত আবুল খায়ের (৬০) একজন কনস্টেবল হিসেবে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়নগর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের টোনাপাড়া গ্রামের বাসিন্দা।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আবুল খায়ের গত সেপ্টেম্বর মাসে কনস্টেবল হিসেবে জয়নগর পুলিশ ফাঁড়িতে বদলি হয়ে আসেন। আগামী ৩১ জুলাই তার বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় ওইদিন থেকে তার অবসরে যাওয়ার কথা ছিল।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, আবুল খায়ের আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় গত ২০ জুন করোনা পরীক্ষা করে নেগেটিভ আসে। অসুস্থ হয়ে পড়লে তাকে গত ২৮ জুন ফরিদপুর পাঠানো হয়। ফরিদপুর থেকে গত ৩০ জুন তাকে ঢাকায় পুলিশ পরিচালিত বেসরকারি হাসপাতাল ইমপালস হাসপাতালে পাঠানো হয়।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ঢাকায় দ্বিতীয় দফা পরীক্ষা করে আবুল খায়েরের করোনা শনাক্ত হয়। তাকে স্বাস্থ্যবিধি মেনে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।
প্রসঙ্গত, আবুল খায়ের কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ফরিদপুর পুলিশের দ্বিতীয় সদস্য। এর আগে গত ৩০ জুন ফরিদপুর সদর কোর্টে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান (৫৩) মারা যান।