মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সহায়তায় এ সেবা চালু করা হয়েছে।
প্রেস ক্লাব প্রাঙ্গণে এ সেবা চালু করার সময় সংগঠনের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক মইনুল আলম, সাংগঠনিক কমিটির সদস্য, সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. বাদল মাতবর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের সেবাটি পেতে মোহাম্মদ সেলিম উদ্দিনের সাথে মোবাইল ফোনে ০১৫৫২৩৭০০৬৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এর আগে, ১৯ মে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন সাংবাদিকদের কাছ থেকে নমুনা সংগ্রহের জন্য জাতীয় প্রেস ক্লাবে ব্র্যাকের সহযোগিতায় একটি নমুনা সংগ্রহ বুথ চালু করা হয়।