আরও পড়ুন: শেরপুরে সাংবাদিকের ওপর হামলা, আটক ৩
শনিবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বোরহান উদ্দিন মুজাক্কির (২৮) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নোয়াব আলী মাস্টারের ছেলে।
আরও পড়ুন: সুনামগঞ্জে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন
তিনি দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের কোম্পানীগঞ্জ উপজেলার প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
বোরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশ্রাফ হোসেন রবেন্স।
আরও পড়ুন: মানিকগঞ্জে তিন সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ১
এর আগে, গত শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশির হাট সবজি বাজারের সামনে সেতু মন্ত্রীর ছোট ভাই কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল গ্রুপের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় সাংবাদিক মুজাক্কির সংঘর্ষের সংবাদ সংগ্রহের করতে গিয়ে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার দিরাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ত্রাণ বিতরণে অনিয়ম: সংবাদ প্রচার করায় সাংবাদিকের ওপর হামলা
এদিকে, সাংবাদিক মুজাক্কিরের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ পালন করছে।
আরও পড়ুন: সিটি নির্বাচনে সাংবাদিকের ওপর হামলায় অভিযুক্ত একজন রিমান্ডে