সারাদেশের সঙ্গে তাল না মিলিয়ে এবার ভিন্ন সাজে দেবী দুর্গাকে নিজস্ব পোশাকে সাজিয়েছে খাগড়াছড়ির সনাতন ধর্মাবলম্বী ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন। দেবী দুর্গাকে শাড়ি না পরিয়ে তারা পরিয়েছে তাদের ঐতিহ্যবাহী রিনাই-রিসা, চন্দ্রাহারসহ বিভিন্ন অলংকার।
খাগড়াছড়ির খাগড়াপুর এলাকার অষন্ড মণ্ডলি মন্দিরের আয়োজনে এই চিত্র ফুটিয়ে তুলেছেন নিজস্ব সম্প্রদায়ের মানুষের মাঝে। এদিকে দেবী দুর্গাকে নিজেদের পোশাকে সাজানো দেখে খুশি ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন।
আরও পড়ুন: দুর্গাপূজা ২০২৩: সুষ্ঠুভাবে উদযাপনে পুলিশ সদর দপ্তারের পরামর্শ
দুর্গোৎসবকে সামনে রেখে শিশু-কিশোর, কিশোরীরাও উল্লসিত। উৎসবের আমেজ ছোট-বড় সবার মধ্যে। অন্যসব দুর্গা পূজা মণ্ডপের দেবী দুর্গার সাজের সঙ্গে ত্রিপুরা পল্লিতে সাজে ভিন্নতা রযেছে।
মণ্ডপে দেখা যায়, দেবীর ডান পাশে লক্ষ্মী ও কার্তিক, বাম পাশে সরস্বতী ও গণেশ। তাদের পরনেও ঐতিহ্যবাহী পোশাক আর অলংকার। দেখেই মনে হবে যেন স্বয়ং দেবী দুর্গা এসে বসে আছেন সন্তানদের নিয়ে। প্রতিমার সঙ্গে মিলিয়ে মঞ্চ সজ্জা আর মণ্ডপে প্রবেশ পর্যন্ত সবকিছুই পাহাড়ের ত্রিপুরাদের সংস্কৃতির আদলে সাজিয়েছেন শিল্পীরা।
দেবীর গলায় মালা হিসেবে পরানো হয়েছে রূপার চন্দ্রাহার আর টাকার মালা (যা পয়সা দিয়ে তৈরি বিশেষ মালা), খোঁপায় পরানো হয়েছে কালসি, সুরাম, কানে পরানো হয়েছে ‘য়াংকুং’, হাতে বাংগ্রী এবং পায়ে পরানো হয়েছে 'বেংকি'। দেবী দুর্গা ছাড়াও একই সাজে সাজানো হয়েছে লক্ষ্মী ও সরস্বতীকে।
আরও পড়ুন: দুর্গাপূজা শুরু হচ্ছে শুক্রবার