ট্রেন চলাচলকে কেন্দ্র করে খুলনা রেলওয়ে স্টেশনে নানা প্রস্তুতি নেয়া হয়েছে। এরই মধ্যে টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের শারীরিক দূরত্ব নিশ্চিত করতে তিন ফুট দূরত্বের বৃত্ত এঁকে দেয়া হয়েছে।
শনিবার রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহ জানান, দুই ধাপে খুলনা থেকে তিনটি ট্রেন চলাচল শুরু হবে। ৩১ মে থেকে প্রথম ধাপে খুলনা-ঢাকা রুটে চিত্রা এক্সপ্রেস এবং ৩ জুন দ্বিতীয় ধাপে খুলনা-চিলাহাটি রুটে রূপসা এক্সপ্রেস ও খুলনা-রাজশাহী রুটে কপোতাক্ষ এক্সপ্রেস চলাচল করবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) আসাদুল হক বলেন, ‘স্বাস্থ্যবিধির বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে যাত্রীরা যাতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে টিকিট কাটতে পারেন সে জন্য খুলনা রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে তিন ফুট দূরত্বে বৃত্ত করে দেয়া হয়েছে। এছাড়া এক সিটে যাত্রী ও এক সিট খালি এ নিয়মে ট্রেনে বসবেন যাত্রীরা। সেভাবেই যাত্রীদের টিকিট দেয়া হবে।’
তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে কীভাবে স্টেশনে ঢুকতে হবে সে প্রস্তুতিও নেয়া হচ্ছে। সেই সাথে দায়িত্ব পালনকালে রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সুরক্ষার ব্যবস্থাও নেয়া হচ্ছে।