খুলনা বিভাগে প্রথমবারের মতো করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে রূপসা উপজেলার এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ বলেন, মঙ্গলবার খুলনা অঞ্চলের ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে খুলনায় মঙ্গলবার সকালে মারা যাওয়া দুজনের মধ্যে রূপসার এক ব্যক্তির করোনা পজিটিভ আসে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. আশরাফুর রহমান জানান, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে রূপসা উপজেলার এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
মৃতের স্বজনরা জানান, পাঁচ দিন ধরে তিনি জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে তাতে করোনা পজিটিভ আসে।
এদিকে, খুলনার সিভিল সার্জন জানান, মৃত ব্যক্তির পরিবারের মোট পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তার গ্রামের ৪০টি বাড়ি লকডাউন করা হয়েছে।