খুলনা মহানগরীর খালিশপুরে দেশিয় অস্ত্র নিয়ে ‘গণপিটুনিতে’ নিহত বাপ্পি (২৮) হত্যা মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুরে খালিশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- মো. সুজন (২৬), মো. পলাশ (২৪), মো. সুমন (৩০), শাহিন (৩৫), ফারমান (২৪), সেলিম (২৬), মঈন (২৫), নওশাদ (২৫), ছেদি (২৩) ও ইরফান (২০)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার জানান, খালিশপুর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৬ জুন মহানগরীর খালিশপুরের ১নং বিহারী কলোনী এলাকায় বাপ্পি দেশিয় অস্ত্র চাপাতি নিয়ে স্থানীয় একজনকে হামলা চালায়। এসময় স্থানীয় লোকজন তার হাতের চাপাতি কেড়ে নিয়ে তাকে গণধোলাই দেয়। এতে বাপ্পি গুরুতর আহত হন। পরে ১৮ জুন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
এ ঘটনায় ১৮ জুন নিহত বাপ্পির স্ত্রী রানী খাতুন বাদি হয়ে মামলা দায়ের করেন।