খুলনার দাকোপে ধান খেতে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে পৌরসভার ছোট চালনা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত পির আলী শেখ একই গ্রামের মৃত ফুল মিঞার ছেলে।
আরও পড়ুন: ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল আলিম পরীক্ষার্থীর
দাকোপ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম জানান, সকালে পির আলী শেখ বাড়ির পাশের মাঠে তরমুজের ক্ষেতে যাচ্ছিলেন। পথমধ্যে একটি বোরো খেতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে অন্য কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, স্বজনদের অভিযোগ হত্যা
দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন, ‘ইঁদুর দমন করতে ধানখেতে বিদ্যুতের লাইন টেনে নেন কৃষকরা। আমরা সব সময়ে চাষিদের এ কাজে নিরুৎসাহিত করি। তুবও কয়েকজন না বুঝে এগুলো করেন।