গাইবান্ধায় রোয়ালী ইউনিয়নের ফলিয়া গ্রাম থেকে বুধবার সন্ধ্যায় বিরল প্রজাতির পাঁচটি শকুন উদ্ধার করা হয়েছে।
গাইবান্ধার ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বুধবার বিকালে ফলিয়া গ্রামে হঠাৎ করে বিরল প্রজাতির ওই শুকুনগুলো অসুস্থ অবস্থায় উড়তে না পেরে একটি গাছের ডালে পড়ে যায়। শকুনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন সেখানে ভিড় জমায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে ফোন করে এ খবর জানায়। পরে ফায়ার সার্ভিস ও বন বিভাগ গিয়ে ওই গ্রামে গিয়ে শকুনগুলো উদ্ধার করে।
গাইবান্ধা জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর জানান, এক ঝাঁক বিরল প্রজাতির শকুন উড়ে যাওয়ার সময় ওই গ্রামে পাঁচটি শকুন পড়ে যায়। এ সময় এলাকাবাসী তাদের ধরে ফেলে। খবর পেয়ে সন্ধ্যায় গাইবান্ধা ফায়ার সার্ভিসের সহযোগিতায় শকুনগুলো উদ্ধার করে বন বিভাগে আনা হয়।
তিনি বলেন, শকুনগুলোর চিকিৎসার জন্য আজ দিনাজপুর সিংড়া বনে পাঠানো হবে। চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।