শকুন
হিমালয়ান প্রজাতির একটি শকুন উদ্ধার
ফেনীর সোনাগাজী উপজেলায় হিমালয়ান প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে বন বিভাগ ও প্রাণী বিষয়ক সংগঠন ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম। উপজেলার চর খন্দকার ইঞ্জিনিয়ার পাড়ায় নদীর পাশ থেকে রবিবার সন্ধ্যায় আহত অবস্থায় শকুনটি উদ্ধার করা হয়।
ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের ডিরেক্টর অ্যান্ড রেস্কিউয়ার সাইমুন ফারাবি জানান, রবিবার বিকালে সোনাগাজী সদর ইউনিয়নের চর খন্দকার গ্রামে নদীর পাশে আহত অবস্থায় শকুনটিকে দেখতে পেয়ে উপজেলা বন বিভাগকে জানানো হয়। পরে ফেনীর সামাজিক বন বিভাগ ও ফেনীর প্রাণিবিষয়ক সংগঠন ফেনী ওয়াইল্ড লাইফ রেসকিউ টিম এসে শকুনটিকে উদ্ধার করে।
আরও পড়ুন: সঙ্খ নদীর বেড়িবাঁধের ওপর পড়েছিল বিরল প্রজাতির শকুনটি
সোনাগাজী উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, শকুনটি উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী ওয়াইল্ড লাইফ রেসকিউ টিমের তত্ত্বাবধানে দেয়া হয়েছে। শকুনটি সুস্থ হলে অবমুক্ত করে দেব।
ফেনীর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মাকসুদ আলম বলেন, উদ্ধার হওয়া বিরল প্রজাতির হিমালয়ান শকুনটি সুস্থ হলে ঢাকার বন বিভাগের কর্মকর্তাদের পরামর্শ নিয়ে ঢাকায় পাঠানো হবে কিংবা ফেনীতে অবমুক্ত করা হবে।
বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, ২০ কেজির বেশি ওজনের বিশাল আকৃতির হিমালয়ান শকুনটি ঠান্ডার কারণে হিমালয়ের পাদদেশ থেকে উষ্ণ আবহাওয়ার সন্ধানে বাংলাদেশে এসেছে। এটি ডানা মেলে প্রায় সাড়ে ৫ ফুট। উচ্চতা আড়াই ফুটের ওপরে।
আরও পড়ুন: ভোলায় আরও একটি হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার
চিকিৎসার পর বন বিভাগ কার্যালয়ে বিলুপ্তপ্রায় শকুন
১ বছর আগে
সঙ্খ নদীর বেড়িবাঁধের ওপর পড়েছিল বিরল প্রজাতির শকুনটি
চট্টগ্রামের আনোয়ারায় বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। পরে সেটির ঠাঁই হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার সঙ্খ নদীর বেড়িবাঁধে শকুনটি আহতাবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা সেটি উদ্ধার করে। পরে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার সেটি উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করেছে।
আরও পড়ুন: ভোলায় আরও একটি হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার
আনোয়ারা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাশ বলেন, খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার দোলন কান্তি দাশসহ আমরা শকুনটি লোকজনের হাত থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। শকুনটি অসুস্থ হওয়ায় আকাশে উড়তে পারছে না। এর বয়স ১৩ থেকে ১৪ মাস হবে। শরীরের ওজন ২৫ থেকে ৩০ কেজি।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, উদ্ধারকৃত বিরল প্রজাতির এই শকুনটি আজ বৃহস্পতিবার বিকালে চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে। তারা এই পাখিটির চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তুলবে বলে জানিয়েছে।
আরও পড়ুন: চিকিৎসার পর বন বিভাগ কার্যালয়ে বিলুপ্তপ্রায় শকুন
গাইবান্ধায় বিরল প্রজাতির ৫ শকুন উদ্ধার
১ বছর আগে
শকুন রক্ষায় এশিয়ায় এগিয়ে বাংলাদেশ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বিলুপ্তপ্রায় শিকারি পাখি শকুন রক্ষায় এশিয়ায় সবার চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ।
শকুন খুবই দক্ষ শিকারি এবং প্রায়ই মৃহদেহের ওপর নেমে আসে। তাদের খাবার কোথায় আছে তা শনাক্ত করার ‘চিত্তাকর্ষক ক্ষমতা’ আছে শকুনের। অর্থাৎ একটি বিষাক্ত মৃহদেহ অনেকগুলো পাখিকে মেরে ফেলতে পারে। এই বিষাক্ততাই এই জাতীয় পাখিগুলোর বিলপ্তির প্রধান কারণ।
সরকার ২০১০ সালে গবাদি পশুর জন্য ব্যাথানাশক ওষুধ ডাইক্লোফেনাক নিষিদ্ধ করেছে। পশুর মৃহদেহ খাওয়ার পর শরীরে এই ওষুধ প্রবেশ করার পর চরম ব্যাথায় শকুনের মৃত্যু হয়।
ডাইক্লোফেনাকের বিকল্প হিসেবে নিমেসুলাইড, এসিক্লোফেনাক ও কেটোপ্রোফেনের ব্যবহারও পাখির মৃত্যুর কারণ হতে পারে।
তাই সরকার কেটোপ্রোফেন ব্যবহারও নিষিদ্ধ করেছে।
পড়ুন: বিলুপ্তপ্রায় শকুন সংরক্ষণে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
শাহাব উদ্দিন বলেন, শকুন রক্ষার বড় পদক্ষেপ হিসেবে তুলনামূলক নিরাপদ ওষুধ মেলোক্সিকাম ও টলফামেনিক এসিডের ব্যবহার বাড়ানো হয়েছে।
শনিবার আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস-২০২২ এর আলোচনায় তিনি এসব কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশের শকুন রক্ষায় বাংলাদেশ জাতীয় শকুন সংরক্ষণ কমিটি গঠন, দুটি শকুন নিরাপদ অঞ্চলের আনুষ্ঠানিক ঘোষণা এবং দশ বছরের (২০১৬-২০২৫) বাংলাদেশ শকুন সংরক্ষণ কর্ম পরিকল্পনা একটি দীর্ঘমেয়াদী কাঠামো হিসেবে কাজ করছে।
আরও পড়ুন: ভোলায় আরও একটি হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার
চলনবিলে বিরল প্রজাতির নেপালি শকুন উদ্ধার
২ বছর আগে
চিকিৎসার পর বন বিভাগ কার্যালয়ে বিলুপ্তপ্রায় শকুন
পঞ্চগড়ের সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের চারমাইল এলাকা থেকে একটি শকুন উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
শকুনটিকে প্রাণিসম্পদ চিকিৎসকের চিকিৎসা শেষে বনবিভাগ কার্যালয়ে রাখা হয়েছে।
বুধবার বিকালে ঢিল মেরে আহত করলে শুকনটি এলাকার একটি পুকুরে নেমে পড়েলে স্থানীয়রা শুকনটিকে উদ্ধার করে।
আরও পড়ুন: বৃষ্টির পানিতে তলিয়েছে ফরিদপুরে ২০ হাজার হেক্টর ফসলের খেত
পঞ্চগড় সদরের ভেটেরিনারী সার্জন ডা. মরিয়ম রহমান জানান, শকুনটি সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঋষিকেশ চন্দ্র রায় ও বন বিভাগের পঞ্চগড় সদর বিট কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, একটি আহত শকুন ধরা পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শকুনটিকে উদ্ধার করা হয়েছে। শকুনটিকে চিকিৎসা দেয়া হয়েছে। এটি মোটামুটি সুস্থ রয়েছে। শকুনটির আনুমানিক ওজন ১১ থেকে ১২ কেজি হবে।
আরও পড়ুন: বাগেরহাটে ৭৩৯ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত
দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তার পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তারা।
২ বছর আগে
বিষাক্ত ‘কিটোপ্রোফেন’ ওষুধের উৎপাদন বন্ধের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন
বাংলাদেশে বিপন্ন শকুন রক্ষায় ‘কিটোপ্রোফেন’ জাতীয় ওষুধের উৎপাদন বন্ধের একটি প্রস্তাব সোমবার অনুমোদন করেছে মন্ত্রিসভা।
৩ বছর আগে
গাইবান্ধায় বিরল প্রজাতির ৫ শকুন উদ্ধার
গাইবান্ধায় রোয়ালী ইউনিয়নের ফলিয়া গ্রাম থেকে বুধবার সন্ধ্যায় বিরল প্রজাতির পাঁচটি শকুন উদ্ধার করা হয়েছে।
৪ বছর আগে