গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন এক নারী। এ ঘটনায় দুটি শিশুসহ দগ্ধ আরও ৪ জন আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।
রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যার দিকে গাজীপুরের বাসন থানার মোগর খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম সীমা আক্তার (৩০)।
আহত অন্যরা হলেন— তাসলিমা (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (দেড় বছর), শেফালী বেগম (৪০) ও তার শিশু মেয়ে তানজিলা। তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বার্ণ ইনস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (রবিবার) সন্ধ্যার দিকে রান্না করছিলেন পারভিন। এ সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে, এতে পারভিনসহ উপস্থিত পাঁচজন দগ্ধ হন।
আরও পড়ুন: চাঁদপুরে মধ্যরাতের আগুনে পুড়ল ১১ দোকান, আহত ১০
প্রাথমিকভাবে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয় বলে জানান স্বজনরা।
তাদের সেখানে নেওয়ার পর ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছিলেন, দগ্ধদের মধ্যে তাসলিমার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া দুজনের ৯০ শতাংশ, একজনের ৩২ শতাংশ এবং অন্য একজনের ২৮ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, সিলিন্ডারের গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।