গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে ট্রেনের চাকায় কাটা পড়ে মো. ফজল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে রেললাইন দিয়ে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে বলে।
আরও পড়ুন: মেঘনায় ট্রলারডুবি: আরও তিনজনের লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ৯
ফজল মিয়া ফরিদপুর জেলার লক্ষ্মীপুর গ্রামের হাসান আলীর ছেলে এবং পূবাইলের করমতলা এলাকার মনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফজল মিয়া রেললাইন ধরে হাঁটার সময় ট্রেন চলে আসলে তিনি সরতে পারেননি। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: নওগাঁর নিতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত