কুনিয়াপাছর এলাকায় নিজ ভবনের কক্ষ থেকে রবিবার রাত ১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের স্ত্রী লাভলী বেগম জানান, তার স্বামী গাজীপুরে একাধিক বহুতল ভবনের মালিক। কিন্তু তিনি শ্বশুরবাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ি নির্মাণ করে থাকতেন। বাসা ভাড়া সংগ্রহের জন্য তিনি নিয়মিত কুনিয়াপাছর আসতেন।
সারোয়ার গত ১৪ নভেম্বর মির্জাপুরের বাসা থেকে বের হন এবং সর্বশেষ শুক্রবার মোবাইলে তার সাথে যোগাযোগ হয় পরিবারের।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রবিবার সন্ধ্যায় বাড়ির ঝাড়ুদার রহিমা বেগম ছাদের রুমে উঁকি দিয়ে খাটের ওপর সারোয়ারের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ খবর পেয় রাত ১টার দিকে লাশ উদ্ধার করে।
ওসি আরও বলেন, ‘লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’