গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও সেবা মেডিকেলে অভিযান চালিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স।
নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে সোমবার দুপুর থেকে এ অভিযান পরিচালিত হয়। র্যাবের সহায়তায় এ অভিযান পরিচালনা করছেন স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স।
এসময় সেবা হাসপাতালকে বিভিন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালটির বিরুদ্ধে নানা অব্যবস্থাপনা এবং হাসপাতালে করোনা পরীক্ষার জন্য যে ল্যাব রয়েছে তার অনুমোদন নেই বলেও অভিযোগ রয়েছে।
তবে সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিটি মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়নি।
এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল) উম্মা সালমা তানজিয়া, গাজীপুর র্যাব-১ এর কমান্ডার লেফট্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।