অভিযোগ রয়েছে, তারা গত দুই সপ্তাহ ধরে ১২ বছর বয়সী শিশু গৃহকর্মীকে নানা অজুহাতে বেধড়ক মারধর করে আসছিলেন। কয়েক দিন আগে লোহার পাইপ দিয়েও নির্মমভাবে মেরে তাকে বাসায় আটকে রাখেন।
বৃহস্পতিবার ঘরের দরজা খোলা পেয়ে ওই গৃহকর্মী পালিয়ে আসে এবং পাশের বাসার আরেক গৃহকর্মীর সহযোগিতায় ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে নির্যাতনের কথা জানায়। পরে পুলিশ সিলেট শহরতলীর আখালিয়ার সুরমা আবাসিক এলাকার রেনেসা ১১ নম্বর বাসায় গিয়ে ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় নিয়ে আসে। স্বামী-স্ত্রী দুজনই শাবির গ্রাজুয়েট।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, ‘গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বিকালে পুলিশ সাবিনা ইয়াসমিন ও তার স্বামী সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এরপর রাত ১২টার দিকে গৃহকর্মী শিশুটির বাবা আবুল কাশেম বাদী হয়ে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে থানা হাজতে প্রেরণ করা হয়।’
এদিকে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক জানান, নির্যাতিত শিশুটিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘নির্যাতিত গৃহকর্মীকে ওসমানী হাসপাতালে চিকিৎসা শেষে পুলিশের ভিকটিম সার্ভিস সেন্টারে রাখা হয়েছে।’