শনিবার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, নতুন শনাক্ত চারজনের বাড়ি কাশিয়ানী উপজেলায়। তারা ঢাকা থেকে করোনার উপসর্গ নিয়ে বাড়িতে আসেন। গোপালগঞ্জের ৫ উপজেলার মধ্যে কাশিয়ানীতে এ প্রথম করোনা শনাক্ত হলো।
কাশিয়ানীর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ূম তালুকদার জানান, ১৫ এপ্রিল রোগীদের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। শুক্রবার রাতে তাদের ফল পজেটিভ আসে। আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নমুনাও সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ‘করোনার পজেটিভ ফল পাওয়ার পর আক্রান্তদের পরিবারসহ বেশ কয়েকটি পরিবারকে লকডাউন করা হয়েছে। আশপাশের পরিবারগুলোর নমুনা সংগ্রহ করা হবে। শারীরিক অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
জেলার আক্রান্তদের সংশ্লিষ্ট উপজেলার আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. নিয়াজ।