আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
নিহত রনি হাওলাদার ওই এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে এবং বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে তার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গ্রামের শেখ বংশের নতুন শেখকে ৩-৪ দিন আগে মোল্যা বংশের রহিম ও ভুলু মোল্যা মারধর করেন। এ ঘটনার জের ধরে সকাল ৯টার দিকে নতুন শেখ রহিম মোল্যাকে মারধর করে। এরপরই উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় সাবেক ইউপি সদস্য আজিজুল শেখের বন্দুকের গুলিতে রনি হাওলাদার ঘটনাস্থলে নিহত হয়।
বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মীর সাজেদুর রহমান জানান, সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।