দু’পক্ষের সংঘর্ষ
পলাশবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আটক ১
গাইবান্ধার পলাশবাড়ীতে গাছ রোপণ করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পাপিয়া বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় পারভিন নামে আরেক গৃহবধূকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ মে) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামের ভিটা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ পাপিয়া ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
আরও পড়ুন: গণপিটুনিতে নিহত প্রতিবেশীকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত যুবক বিকাশ
স্থানীয়রা জানায়, পাপিয়া বেগম বাড়ির পাশে বিবাদমান জমিতে গাছ লাগাতে যান। এসময় একই এলাকার বাসিন্দা চান মিয়া খলিফার ছেলে ফজলে রাব্বি গাছ রোপণে বাধা দেন। দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ফজলে রাব্বি বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে পাপিয়া বেগমের গলায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে পাপিয়া বেগমের মৃত্যু হয়।
হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পারভীন নামে এক গৃহবধূকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ৭
৭ মাস আগে
সিংড়ায় সিএনজি অটোরিকশায় চাঁদা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ
নাটোরের সিংড়ায় সিএনজি অটোরিকশা থেকে অতিরিক্ত চাঁদা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার(২৬ জানুয়ারি) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে সিংড়া বাসস্ট্যান্ডে গিয়ে সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জুর লোকজন নির্ধারিত চেইন ফি ১০ টাকার পরিবর্তে সিএনজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা নেওয়ার চেষ্টা করে। এতে সিএনজিচালকরা আপত্তি জানালে তাদের মারপিট করে তারা। এমতাবস্থায় সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি শামসুজ্জোহা বাপ্পীর লোকজন বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫
এক পর্যায়ে রঞ্জুর লোকজন সিএনজি মাস্টার অফিস ভাঙচুর করে। পরে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে পালিয়ে যায় রঞ্জুর লোকজন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: সিলেটে যুবলীগের দু'পক্ষের সংঘর্ষে আহত ৬
১০ মাস আগে
লক্ষ্মীপুরে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে শিশু নিহত: ১০ জনের বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক শিশু নিহতের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ এদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে উপজেলার চরকাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন (১৪) ওই গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাহুল, সদর উপজেলার পূর্ব নন্দনপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে মো. সোহাগ, রায়পুরের চরলক্ষ্মী গ্রামের মৃত ইউসুফ কারীর ছেলে ফারুক কারী ও চরকাছিয়া গ্রামের মানিক শিকদারের ছেলে সুমন শিকদার।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে শিশু নিহত, আহত ১০
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া ঘটনার সত্যথা নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রায়পুরা উপজেলার চরকাসিয়া গ্রামে আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রাসেল হোসেন নিহত এবং ১০ জন আহত হন। ওইদিন রাতে নিহত রাসেলের মা ফাতেমা বেগম বাদী হয়ে আওয়ামী লীগ নেতা বিএম শাহজালালসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন।
তিনি আরও বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে পরকীয়া সন্দেহে যুবককে হত্যা: আটক ২
১ বছর আগে
মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে ভ্যানচালক খুন
মাদারীপুরের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে এক ভ্যানচালক খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
শনিবার সকালে উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল মাদবর (৫৫) একই এলাকার সলেমান মাদবরের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পেয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজলেম আকন ও বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদারের মধ্য বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শনিবার সকালে মোজলেম আকনের সমর্থক সোহবার বেপারী ও লাভলু তালুকদারের সমর্থক সৈয়দ শাইখের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে।
এ সময় ভ্যানে যাত্রী নিয়ে যাবার পথে ভ্যানচালক কামাল মাদবরকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় চারজন আহত হয়। সংঘর্ষে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তারা জানায়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
আরও পড়ুন: দিনাজপুরে ভ্যানচালকের লাশ উদ্ধার
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২
১ বছর আগে
চুয়াডাঙ্গায় আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬
দীর্ঘ সাতবছর পর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হলে দু’পক্ষের চেয়ার ছোড়াছুড়ির ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ ৬ জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মঞ্চের পাশে এঘটনা ঘটে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে বিএনপির কার্যালয় আ.লীগ নেতাকর্মীদের ভাঙচুরের অভিযোগ
আহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান, ছাত্রলীগ নেতা ফিরোজ জোয়ার্দ্দার, রাজু আহমেদ, হিরক ও স্বপন।
আহত হিরোক বলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নির্দেশনা অনুযায়ী সম্মেলন সফল করতে মাঠে কাজ করছিলাম।
এসময় মাফিজুর রহমান মাফির নেতৃত্বে তাবু, তাওরাত, প্লাবনরা সংঘবন্ধভাবে আমাদের বাধা দেন। আমাদের নেতা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের ওপর চেয়ার নিক্ষেপ করে তারা। আমরা প্রতিরোধ করার সময় আহত হই।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় বলেন, মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও হিরকের মাথা এবং তারেক হাসানের হাতের একটি আঙ্গুল আঘাতপ্রাপ্ত হয়েছে। আহত স্থানে সেলাই দেয়া হয়েছে। তারা শঙ্কামুক্ত বলে ধারণা করা হচ্ছে। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, সম্মেলনে আসন নিয়ে দুইটা গ্রুপ হয়েছিল বলে ভিডিও ফুটেজের মাধ্যমে জেনেছি।
আরও পড়ুন: মুগদায় আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়া, ২টি মোটরসাইকেলে আগুন
কাদেরকে কোথায় কখন মারধর করেছে, হাসপাতালে ভর্তি হয়েছে এটি আমার জানা নেই। তারা কোন স্থানে মার খেয়েছে সেটি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালের ২ ডিসেম্বর টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ সাত বছর পর আজ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। জেলা শহরের টাউন ফুটবল মাঠে অনুষ্ঠেয় এ সম্মেলনে ৫০ হাজারের বেশি মানুষের সমাগম ঘটানোর উদ্যোগ নিয়েছে দলটি। মাঠে নৌকার আদলে বিশালাকৃতির মঞ্চ তৈরি ও প্যান্ডেল বানানো হয়েছে। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন, পারভিন জামান কল্পনা ও অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার।
এরপর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।
আরও পড়ুন: চট্টগ্রামে আ.লীগের জনসভা: বাহারি রঙের পোশাকে পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ভিড়
২ বছর আগে
শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষ, ভোমরা স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ
ব্যবসায়ীরা শ্রমিকদের দাবিকৃত লেবার বিল দিতে রাজি না হওয়ায় ও শ্রমিক কর্তৃক সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীদের মারধরের ঘটনায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। রবিবার (২৮ আগস্ট) সকাল থেকে স্থলবন্দরে এই অচলাবস্থা তৈরি হয়েছে।
সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান বাদশা জানান, শনিবার অযৌক্তিক দাবিতে হঠাৎ করে পণ্য খালাস বন্ধ করে দেন শ্রমিকরা। শনিবার সন্ধ্যায় ভারত থেকে বন্দরে আসা একটি ফলবাহী ট্রাক থেকে কিছু পণ্য অন্য ট্রাকে লোড করছিলেন আন্দোলন না মানা কিছু শ্রমিক ও সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা। এ সময় অপর পক্ষের শ্রমিকরা তাদের ওপর হামলা করেন।
তিনি বলেন, ওই ঘটনায় সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের দু’জন সদস্য গুরুতর আহত হন। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি। এই ঘটনার সঠিক বিচার ও হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা কলম বিরতির ঘোঘণা দিয়েছি।
ভোমরা স্থলবন্দরের শ্রমিক ইউনিয়নের এক পক্ষের নেতা হাফিজুল ইসলাম বলেন, আমরা পণ্য খালাস বাবদ ট্রাক প্রতি ১২শ টাকা দাবি করে গতকাল কাজ বন্ধ রেখেছিলাম। কিন্ত সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা আমাদের কিছু শ্রমিককে সঙ্গে নিয়ে কয়েকটি ট্রাক থেকে নিজেরাই পণ্য খালাস শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের বাধা দিলে হাতাহাতির ঘটনা ঘটে।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এজাজ আহম্মেদ স্বপন বলেন, প্রতি ট্রাক পণ্য খালাসে লেবার বিল বাবদ ৮শ’ থেকে ১ হাজার টাকা পর্যন্ত পরিশোধ করা হয়। তবে শ্রমিকদের দাবির প্রেক্ষিতে আমরা ১১শ টাকা পর্যন্ত দিতে রাজি হয়েছি। ৪টি শ্রমিক সংগঠনের মধ্যে ২টি সংগঠন এটি মেনে নিয়ে গতকাল কাজ শুরু করে। কিন্তু অপর দুটি সংগঠনের শ্রমিকরা ১২শ টাকা দাবি করে কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। এর মধ্যে গতকাল বিকালে হঠাৎ করে কিছু শ্রমিক সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীদের মারধর করেছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন:নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, শনিবার বিকালে বন্দরের ভেতরে প্রবেশ করে কর্মরত এক পক্ষের শ্রমিক ও সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীদের মারধর করে কাজ বন্ধ করে দেয় অন্য পক্ষ। ওই ঘটনায় আজ সকাল থেকে সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা কলম বিরতির ঘোষণা দিয়েছেন। ফলে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, এ ঘটনায় আহত সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।
আরও পড়ুন:বেশি পারিশ্রমিকের চেয়ে ভালো কাজের গুরুত্ব সবসময় বেশি: সুনেরাহ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: চা-শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ
২ বছর আগে
বরিশালে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারের জের ধরে সংঘর্ষে সাইফুল সর্দার (৩০) নামে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়ার সুলতানী গ্রামে শনিবার রাত ৪টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
এরপর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন জানান, আনুমানিক রাত ৪টার দিকে কয়েকশ লোক একত্রিত হয়ে দেশীয় অস্ত্র সহকারে ওই গ্রামে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ওই এলাকার দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করে। এলাকাবাসী প্রতিরোধ করতে গেলে তুমুল সংঘর্ষ হয়। এ সময় হামলাকারীদের আঘাতে পার্শ্ববর্তী আশা গ্রামের বাসিন্দা সাইফুল সর্দার নিহত হন। নিহত সাইফুল সর্দার চেয়ারম্যান প্রার্থী রুমা বেগমের সমর্থক। এ সময় কমপক্ষে ১০-১২ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ‘ছাত্রলীগের’ দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত
হামলাকারীরা উলানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানান তিনি।
চেয়ারম্যান জানান, সম্প্রতি স্থগিত হওয়া উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। এছাড়া হামলাকারীরা চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরীর লোক বলে দাবি করেছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, সংঘর্ষ ও হতাহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০
কোম্পানীগঞ্জে সংঘর্ষ: বাদলকে কারাগারে প্রেরণ
৩ বছর আগে
কথা কাটাকাটির জেরে দু’পক্ষের সংঘর্ষে সিলেটে নিহত ১
সিলেটের কানাইঘাট উপজেলার ছত্রপুর গ্রামে বুধবার রাতে কথা কাটাকাটির জেরে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১০ জন।
৪ বছর আগে
গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
৪ বছর আগে