গোপালগঞ্জের পানিতে ডুবে ওমর ফারুক (২) ও নুসরাত খানম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলার চৌরখুলী ও হিজলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু ওমর ফারুক উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে এবং নুসরাত খানম একই উপজেলার হিজলবাড়ি গ্রামের মশিউর হাজরার মেয়ে।
নিহত ওমর ফারুকের দাদা জেহারুল শেখ বলেন, ‘আমার নাতি ওমর ফারুককে বাড়ির উঠানে বসিয়ে রেখে ওর মা পুকুর ঘাটে জামাকাপড় ধুতে যায়। কিছু সময় পরে আমরা ওমর ফারুকে উঠানে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করি। এ সময় পরিবারের লোকজন বাড়ির পশ্চিম পাশের পুকুরের পানিতে ওমর ফারুকে ভাসতে দেখতে পায়। এরপর তাকে পুকুর থেকে তুলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নুসরাত খানমের বাবা মশিউর হাজরা বলেন, ‘বাড়ির পাশে ভেকু মেশিন দিয়ে মাছের ঘের কাটা হচ্ছিল। ভেকু মেশিন দেখতে আশপাশের লোকজনের সঙ্গে আমার মেয়েও সেখানে যায়। পরে সে একা একা বাড়ি ফিরছিল। পথে পাশের বাড়ির বিজয় মাস্টারের মাছের ঘেরের সামনে পৌঁছালে পা পিছলে ঘেরে পড়ে যায়।’
তিনি বলেন, ‘পাশের বাড়ির শিশু জোনায়েদ নুসরাতকে পানিতে পড়া দেখেতে পায় এবং আমাদের বাড়ি এসে খবর দেয়। আমরা দৌড়ে গিয়ে মাছের ঘের থেকে নুসরাতকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’
এ ঘটনায় উভয় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।