চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে এক পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে আটকের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। এসময় তার কাছ থেকে চারটি ওয়ানশুটার গান ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার ভোরে বাঁশখালী থেকে অস্ত্র নিয়ে নোয়াখালী যাওয়ার পথে তাকে আটক করা হয়।
আটক মো. আলী আকবর (৫০) নোয়াখালী জেলার হাতিয়া বয়ারচর এলাকার নূর আহমদের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, আলী আকবর দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করে আসছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, হাতিয়া এলাকার জলদস্যুদের কাছে তিনি নিয়মিত অস্ত্র বিক্রি করেন। শনিবার ভোরে তিনি অস্ত্র নিয়ে র্যাব সদস্যদের চোখ ফাঁকি দিতে পায়ে হেঁটে চট্টগ্রাম শহরে ঢুকছিলেন। সেসময় তাকে আটক করা হয়।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।