অস্ত্র ব্যবসায়ী
৭টি ওয়ান শুটার গানসহ অস্ত্র ব্যবসায়ী আটক
পাবনার পৈলানপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ অভিযানে অস্ত্র তৈরির সরমঞ্জামাদি ও সাতটি দেশীয় ওয়ান শুটার গানসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার চক পৈলানপুর উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মো. কিরন হোসেন (৩৩) পাবনা সদর থানার চক পৈলানপুর গ্রামের একরামুল হক সিদ্দীকীর ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে ১০০ কেজি গাঁজা জব্দ, আটক ৪
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহিদুর রহমান খাঁন জানান, মঙ্গলবার ভোর রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মো. মারুফ হোসেন পিপিএম এর নেতৃত্বে পাবনার চক পৈলানপুর গ্রামে উল্লেখিত অস্ত্র ব্যবসায়ী কিরণ হোসেনের নির্মাণাধীন বাড়িতে অভিযান চালানো হয়।
তখন সাতটি দেশীয় ওয়ান শুটার গানসহ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার ও আটক করা হয় তাকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিরণ জানায়, দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনাসহ বিভিন্ন জেলায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন তিনি।
এদিকে মঙ্গলবার বিকালে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল থেকে আটক ১৬
চট্টগ্রামে মিছিল থেকে জামায়াত শিবিরের ৮ নেতাকর্মী আটক
১ বছর আগে
যাত্রাবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ ৪ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চার অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেপ্তাররা হলেন- মো. হোসেন, লাল তন পাংখোয়া, মো. আলী আকবর ও মো. আদিলুর রহমান সুজন।
সোমবার (০১ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেল ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মোঃ আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার ৩৩/১ জনপথ মোড়, সায়েদাবাদ বাসস্ট্যান্ড শ্যামলী ০৬ নং বাস কাউন্টারের সামনে অবৈধ অস্ত্র-গুলি কেনা-বেচার উদ্দেশে অবস্থান করার সময় রবিবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৩০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার হোসেন ও লাল তন পাংখোয়া ঢাকার অস্ত্র ব্যবসায়ী স্বপনসহ অন্যান্যদের থেকে অস্ত্র-গুলি কিনে আকবর ও আদিলুরের মাধ্যমে কক্সবাজার এলাকার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহ করতো।
গ্রেপ্তার লাল তন পাংখোয়া রাঙামাটি বরকল সীমান্ত দিয়ে ভারতের মিজোরাম থেকে চোরাচালানের মাধ্যমে অস্ত্র-গুলি নিয়ে এসে বাংলাদেশের পার্বত্য অঞ্চলসহ ঢাকা ও কক্সবাজার এলাকায় সেগুলো বিক্রি করতো। বিভিন্ন সময় অবৈধ অস্ত্র-গুলি কেনা-বেচা করার উদ্দেশে হোসেনের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে তার যাতায়াত ছিল।
তিনি বলেন, এছাড়া গ্রেপ্তার আকবর ও আদিলুর রহমান সুজন হোসেনের ঘনিষ্ঠ সহযোগী। তারা দীর্ঘদিন যাবৎ হোসেনের কাছে থেকে অবৈধ অস্ত্র-গুলি কিনে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠি ও ব্যক্তির কাছে বিক্রি করতো।
গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আরও পড়ুন: কক্সবাজারে দেশিয় বন্দুকসহ ৩ ‘অস্ত্র ব্যবসায়ী’ আটক
চট্টগ্রামে অস্ত্রসহ পেশাদার অস্ত্র ব্যবসায়ী আটক
পাটকল শ্রমিকদের যাত্রাবাড়ি মোড় অবরোধ
৩ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটকের দাবি করেছে র্যাব। জেলার শিবগঞ্জ উপজেলার শিকারপুর টোঁলবাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
আটক মিঠুন আলী(২৫) ভোলাহা উপজেলার ছোট জামবাড়িয়া এলাকার মো.নবীর ছেলে।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মোল্লাপাড়া র্যাব ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার শিকারপুর টোঁলবাড়ি এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদালয়ের কাছে অভিযান চালায়। এসময় একটি পিস্তল, একটি ওয়ান সুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ী মিঠুন আলীকে আটক করা হয়।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১
নড়াইলে দেশীয় অস্ত্রসহ আটক ৪
৩ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১: র্যাব
চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নাদিম আলী (২১) নামে এক যুবককে আটক করেছে বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটককৃত নাদিম আলী জেলার ভোলাহাট উপজেলার তিলকি এলাকার খাইরুল ইসলামের ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল শনিবার বিকেল ৫টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার ধোবড়া এলাকায় অভিযান চালায়। এসময় ১টি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ৮ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ অভিযুক্ত অস্ত্র ব্যবসায়ী নাদিম আলীকে আটক করা হয়।
আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন আজ
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন থেকে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েচে র্যাব। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ১২ বাংলাদেশি মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন: পররাষ্ট্রমন্ত্রী
৩ বছর আগে
কক্সবাজারে দেশিয় বন্দুকসহ ৩ ‘অস্ত্র ব্যবসায়ী’ আটক
কক্সবাজারের পেকুয়া থেকে দেশিয় অস্ত্রসহ মঙ্গলবার রাতে তিন ‘অস্ত্র ব্যবসায়ীকে’ আটক করেছে গোয়েন্দা পুলিশ।
৩ বছর আগে
চট্টগ্রামে অস্ত্রসহ পেশাদার অস্ত্র ব্যবসায়ী আটক
চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে এক পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে আটকের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। এসময় তার কাছ থেকে চারটি ওয়ানশুটার গান ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
৪ বছর আগে