নগরীর মেট্টোপলিটন হাসপাতালের আবাসিক চিকিৎসক নুরুল হক (৪৪) বুধবার সকালে নিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোমের দৈয়ার পাড়ার উত্তর আদর্শ গ্রামে। তিনি গত ১৯ বছর ধরে মেট্টোপলিটন হাসপাতালে কর্মরত ছিলেন।
হাসপাতালের নির্বাহী পরিচালক ফজলে আকবর বলেন, ‘ডা. নুরুল হক বেশ কয়েক দিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। ১৪ জুন থেকে তিনি হাসপাতালের আইসিইউতে ছিলেন। আমাদের চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চিরবিদায় নিয়েছেন। আজ সকাল ৬টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।’
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় চিকিৎসকসহ ৩ জনের মৃত্যু
ডা. নুরুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
এর আগে গত ১৪ জুন শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের ডা. সাদেকুর রহমানের মৃত্যু হয়।
চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিন চিকিৎসক এবং উপসর্গ নিয়ে আরও তিন চিকিৎসকের মৃত্যু হলো।