এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১ হাজার ৩৭৫টি নমুনা পরীক্ষা করে নতুন আরও ১৪১ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮২ জনে।
বৃহস্পতিবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
আরও পড়ুন:করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯ জনের মৃত্যু
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১২১ এবং উপজেলার ২০ জন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের নয়টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৭টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮০৭টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয় ১২ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৭৬টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬০টি নমুনা পরীক্ষা হয়। এতে পজেটিভ আসে ২৩ জনের।
আরও পড়ুন:করোনাভাইরাসে মারা গেলেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাশেম
করোনা একবার হলে, দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা খুবই কম: গবেষণা
এছাড়া ইমপেরিয়াল হাসপাতালে ৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬০টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৮টি নমুনা পরীক্ষা করে আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৬ জনের নমুনা পরীক্ষা করে নয়জনের করোনা পাওয়া গেছে। তবে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫৭ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।
এদিকে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৩৭৮ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৪ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ৬ হাজার ১০২ জনে।
আরও পড়ুন:ব্রিটেনফেরত যাত্রীদের ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
বিশ্বব্যাপী লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, একদিনে শনাক্ত ৭ লাখ
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩৪৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমকি ২৬ শতাংশ।