চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৭৬৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরীতে ৪৭৪ জন এবং উপজেলায় ২৯৪ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ৫৫৫ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এর মধ্যে নগরীতে ৩ জন এবং উপজেলায় ৭ জন।
শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুনঃ বরিশালে করোনায় আরও ১২ মৃত্যু, শনাক্ত ৫৩৫
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৪২টি নমুনা পরীক্ষায় ১৬৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১০৩টি নমুনা পরীক্ষায় ৬৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৩০টি নমুনা পরীক্ষায় ২০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১১টি নমুনা পরীক্ষা ৪২ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৪টি নমুনা পরীক্ষায় ৭১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৪টি নমুনা পরীক্ষায় ২৭ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২০টি নমুনা পরীক্ষায় ১২ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৭০ নমুনা পরীক্ষায় ৪০ জন এবং এন্টিজেনে ১০৭৭টি নমুনা পরীক্ষায় ৩২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় করোনায় আরও ১০ জনের মৃত্যু
উপজেলায় ২৯৪ জনের মধ্যে লোহাগাড়ায় ১২ জন, সাতকানিয়ায় ০৭ জন, বাঁশখালীর ০৯ জন, আনোয়ারার ০৭ জন, চন্দনাইশে ১২ জন, পটিয়ায় ৩৬ জন, বোয়ালখালীতে ১৯ জন, রাঙ্গুনিয়ায় ২৪, রাউজানে ১৪ জন, ফটিকছড়িতে ৪২ জন, হাটহাজারীতে ৫৩ জন, সীতাকুণ্ডে ১৮ জন, মিরশরাইয়ে ২৯ জন ও সন্দ্বীপের ১২ জন।
আরও পড়ুনঃ করোনা: ঠাকুরগাঁওয়ে ২ সপ্তাহ পর মৃত্যু নেই
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৬৮ জনসহ করোনা রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৫৫ জন। যাদের মধ্যে নগরীতে ৫২ হাজার ৪২৩ জন এবং উপজেলায় ১৬ হাজার ১৩২ জন। একই সময় করোনা রোগে ১০ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জন। যাদের মধ্যে নগরীতে ৫১১ জন এবং উপজেলায় ২৯৯ জন।