চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলার জঙ্গল জলদী এলাকায় মনরোমা জিরি নামক স্থানে বাগান থেকে লেবু আনতে গিয়ে হাতির আক্রমণের শিকার হন নিহত ওই নারী।
নিহত নূর আয়শা (৭০) উপজেলার উত্তর জলদী দীঘির পাড় ৬ নম্বর ওয়ার্ড এলাকার মুহাম্মদ ফেরদৌস আলীর স্ত্রী।
আরও পড়ুন: লকডাউনেও হাতি দিয়ে চলছে চাঁদাবাজি
বাঁশখালী থানার সহকারি উপপুলিশ পরিদর্শক (এএসআই) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনবি প্রতিনিধিকে বলেন, ‘বাজারে বিক্রির জন্য বাগান থেকে লেবু আনতে যান নূর আয়শা। যাওয়ার পথে মনোরমা জিরি এলাকায় বন্যহাতির আক্রমণের শিকার হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, মনরোমা জিরি এলাকাটি বন বিভাগের নির্ধারিত হাতি চলাচলের জায়গা। ওই পথ দিয়ে যাওয়ার সময় নূর আয়শা হাতির কবলে পড়েন।