কালবৈশাখী ঝড়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বালুবোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বন্দরের বহির্নোঙরের চার্লি অ্যাংকোরেজে এ দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, বন্দরের বহির্নোঙরের চার্লি অ্যাংকোরেজে বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেডে পাঁচজন নাবিক ছিল। সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম জেলা ও আশপাশের এলাকায় কালবৈশাখীর ঝড়ো হাওয়ার কবলে পড়ে বালুবোঝাই বাল্কহেড জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বাল্কহেড জাহাজ ডুবে যাওয়ার কারণে বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। দুর্ঘটনা এড়াতে বয়া দিয়ে ওই জায়গাটা চিহ্নিত করে দেয়া হয়েছে এবং জাহাজ চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: ডাকাতিয়া নদীতে বাল্কহেড-ট্রলার সংঘর্ষ, নিহত ৫
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৪ জনের মৃতদেহ উদ্ধার